ব্রিসবেন: অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন টেস্টে। তাও আবার অ্যাশেজের (ashes) মঞ্চ। আর বড় মঞ্চেই ফের রেকর্ডের মালিক হয়ে গেলেন প্যাট কামিন্স (pat cummins)। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে বুধবার ৫ উইকেট তুলে নিয়েছেন প্যাট কামিন্স। ব্যাগি গ্রিনদের টেস্ট অধিনায়ক হিসেবে এটাই কামিন্সের প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই ১২৭ বছরের পুরনো রেকর্ডের মালিক হলেন অজি পেসার। এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। ১২৭ বছর পরে সেই রেকর্ড স্পর্শ করলেন কামিন্স। অন্য দিকে ১৯৮২ সালে প্রথম অজি অধিনায়ক হিসেবে অ্যাশেজে ৫ উইকেট নিয়েছিলেন বব উইলিস। ৩৯ বছর পরে সেই রেকর্ডেরও মালিক হলেন কামিন্স। বুধবার ১৩.১ বলে ৩৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন কামিন্স। এদিন তাঁর শিকার হন হাসিব হামিস, বেন স্টোকস, ওলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড। 


এদিন রীতিমতো দাপট দেখালেন অস্ট্রেলিয়ার বোলাররা। যার সুবাদে প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং করতে নেমে মাত্র ১৪৭ রানে শেষ হয়ে গেল জো রুট বাহিনীর ব্যাটিং। ৫ উইকেট নিলেন প্যাট কামিন্স, ২ উইকেট নিলেন জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। ১ উইকেট পান ক্যামেরন গ্রিন।


এদিন টস জিতে প্রথম দিনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু ম্যাচের প্রথম বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরে যান ররি বার্নস। ক্সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ইংল্যান্ড শিবির। হাসিব হামিদ ২৫ রান করেন। টোপ অর্ডারে ডাভিড মালান ৬ রান করে আউট হন। অধিনায়ক রুট ৯ বল ক্রিজে থাকলেও খতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। লোয়ার অর্ডারে ওলি পোপ ৩৫ ও জশ বাটলার ৩৯ রানের ইনিংস খেলেছিলেন। ক্রিস ওকস ২১ রান করেন। অজি পেসারদের মধ্যে সবচেয়ে ঘাতক ছিলেন নতুন অধিনায়কত্ব পাওয়া প্যাট কামিন্স। তিনি একাই ৫ উইকেট তুলে নেন এদিন।