ENG vs NZ, T20 WC LIVE: রুদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের, ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে
T20 WC 2021, Match 43, ENG vs NZ: আজ টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ২০১৯-এ একদিনের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।
ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৫ উইকেটে ইংল্য়ান্ডকে হারিয়ে দিলেন কিউয়িরা। ব্যাট হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডারিল মিচেল। ৪৮ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচের রং পাল্টে দিলেন তিনি। এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের রান তাড়া করে ম্যাচ জিতে নিল নিউজিল্য়ান্ড।
মারমুখী জিমি নিশামকে (১০ বলে ২৬ রান) ফেরালেন আদিল রশিদ। ১৮ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৪৭/৫। শেষ দু'ওভারে ম্যাচ জিততে ২০ রান চাই নিউজিল্যান্ডের।
পরপর দু'ওভারে কিউয়ি শিবিরে জোরাল ধাক্কা লিয়াম লিভিংস্টোনের। প্রথমে ফেরালেন ডেভন কনওয়ে (৪৬ রান)-কে। পরের ওভারে ফেরালেন গ্লেন ফিলিপসকে (২)। নিউজিল্যান্ডের স্কোর ১০৭/৪।
১৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৯২/২।
৭ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪১/২। ক্রিজে কনওয়ে ও ডারিল মিচেল।
কিউয়ি শিবিরে জোড়া ধাক্কা ক্রিস ওকসের। ফেরালেন মার্টিন গাপ্টিল ও কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ডের স্কোর ১৩/২।
মঈন আলির হাফসেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলল ১৬৬/৪।
৪১ রান করে ফিরলেন মালান। ১৭ ওভারের শেষে ইংল্যান্ড ১৩০/৩।
১৩ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ৯৪।
২৯ রান করে ফিরলেন জস বাটলার। ইংল্যান্ড ৯ ওভারে ২ উইকেটে ৬০ রান তুলল।
জনি বেয়ারস্টোকে (১৭ বলে ১৩ রান) ফেরালেন অ্যাডাম মিলনে।
৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৯ রান।
প্রেক্ষাপট
আবু ধাবি: আজ টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ২০১৯-এ একদিনের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। দু’দলের রান সমান হলেও, নিয়মের জটিলতায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারপর থেকেই এই দু’দলের লড়াই অন্য মাত্রা নিয়েছে। ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কিউয়িরা। এবার টি-২০ বিশ্বকাপ জেতাও তাদের লক্ষ্য। ইংল্যান্ড একবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের বিশ্বকাপ জিতেছে। ২০১০-এর পর ফের চ্যাম্পিয়ন হওয়াই ইয়ন মর্গ্যানদের লক্ষ্য। ফলে আজ সন্ধেবেলা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনও আইসিসি প্রতিযোগিতার নক-আউট পর্যায়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। আজ খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। আজকের ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস থ্রি এইচডি ও ডিডি স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের লাইভ আপডেট এবং অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।
চলতি প্রতিযোগিতায় দু’দলই দুর্দান্ত ফর্মে আছে। গ্রুপ পর্যায়ে দু’দলই পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে। ফলে আজ সেয়ানে-সেয়ানে টক্কর হতে চলেছে। কেন উইলিয়ামসনের দল ২০১৯ বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নেওয়ার পাশাপাশি এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে একধাপ এগিয়ে যেতে চাইবে। অন্যদিকে, ইংল্যান্ড ফের বড় মঞ্চে কিউয়িদের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামবে। কোনও দলের পক্ষেই জয় পাওয়া সহজ নয় বলেই মতে বিশেষজ্ঞদের। কারণ, দু’দলই যথেষ্ট শক্তিশালী।
ইংল্যান্ডের বোলিং বিভাগের ভরসা আদিল রশিদ, মইন আলি, ক্রিস ওকস, টাইমাল মিলস ও ক্রিস জর্ডান। চোটের জন্য অবশ্য মিলসকে পাবে না ইংরেজ শিবির। তবে তাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ব্যাটিং বিভাগে অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজে অন্যতম ভরসা। এছাড়া আছেন জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, স্যাম বিলিংস, জেমস ভিনস। চোটের জন্য খেলতে পারবেন না জেসন রয়।
নিউজিল্যান্ডের ভরসা অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, টিম সাউদিরাও আছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -