মুলতান: ঘরের মাঠে মুখ পুড়ল পাকিস্তানের। ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টেও পরাজয় বাবর আজমদের (Babar Azam)। সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হল।


সোমবার তীরে এসে তরী ডুবল পাকিস্তানের। রাওয়ালপিণ্ডি টেস্টের পরে মুলতানেও হারের মুখ দেখতে হল বাবর আজমদের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ হার নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের।


মুলতান টেস্টের নাটকীয় পরিণতি হল। মাত্র ২৬ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেন বেন স্টোকসরা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮১ রান তোলে। বেন ডাকেট ৬৩ ও ওলি পোপ ৬০ রান করেন। নবাগত আব্রার আমেদ ৭টি ও জাহিদ মামুদ ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে শেষ হয়ে যায় ২০২ রানে। প্রথম ইনিংসে ৭৯ রানের লিড নেয় ইংল্যান্ড। বাবর আজম ৭৫ ও সউদ শাকিল ৬৩ রান করেন। জ্যাক লিচ ৪টি এবং জো রুট ও মার্ক উড ২টি করে উইকেট নেন।


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল আউট হয় ২৭৫ রানে। হ্যারি ব্রুক ১০৮ রান করেন। বেন ডাকেট ৭৯ ও বেন স্টোকস ৪১ রান করেন। আব্রার আমেদ ৪টি ও জাহিদ মামুদ ৩টি উইকেট নেন।                                                                 


জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫৫ রানের। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২৮ রানে। সউদ শাকিল ৯৪ রান করেন। এছাড়া ইমাম-উল-হক ৬০ রান, মহম্মদ নওয়াজ ৪৫ রান, আবদুল্লা শফিক ৪৫ রান, মহম্মদ রিজওয়ান ৩০ রান করেন। মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক বাবর আজম। ২৬ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড।


রাওয়ালপিণ্ডির পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে পাকিস্তান মুলতানে ঘূর্ণি পিচকে হাতিয়ার করেছিল। তবে শেষ ইনিংসে স্পিনিং পিচেও দাপট ইংল্যান্ডের পেসারদের। মার্ক উড ৪টি এবং ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন ২টি করে উইকেট নেন। জ্যাক লিচ ও জো রুট ১টি করে উইকেট দখল করেন। এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন স্টোকসরা।


আরও পড়ুন: ফিরছেন ঈশান, ইডেনে ৪ পেসারে উত্তরপ্রদেশকে ঘায়েল করার অঙ্ক অধিনায়ক মনোজের