ওয়াংখেড়ে:মধ্যাহ্নভোজের বিরতির পর  প্রথম ইনিংসে ৪০০ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। অশ্বিন ৬ টি এবং জাদেজা ৪ টি উইকেট পেলেন। মধ্যাহ্নভোজের পর অশ্বিন প্রথমে বলকে আউট করেন। বলের সংগ্রহ ৩১ রান। এরপর ৭৬ রানে জাদেজার বলে বোল্ড হয়ে যান বাটলার।


চলতি সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ছিল ৮ উইকেটে ৩৮৫। গতকালের ৫ উইকেটে ২৮৮ রান নিয়ে খেলা শুরু ইংল্যান্ড। গতকাল ক্রিজে ছিলেন বেন স্টোকস (২৫) এবং জোস বাটলার (১৮)। এদিন শুরুতেই অশ্বিনের বলে আউট হয়ে যান স্টোকস। তিনি করেন ৩১ রান। ২৯৭ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। অশ্বিনের উইকেট সংখ্যা হয় পাঁচ। এই নিয়ে ২৩ বার টেস্টে পাঁচ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। এরপর ওকস (১১ রান)কে ফিরিয়ে দেন জাদেজা। ইংল্যান্ড তখন ৭ উইকেটে ৩২০ রান। স্কোরবোর্ডে আরও ১৪ রান ওঠার পরই জাদেজা ফিরিয়ে দেন আব্দুল রশিদকে। কিন্তু এরপর বলের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান বাটলার।দুজনের উইকেটে ইতিমধ্যেই ৫১ রান যোগ হয়েছে। মধ্যাহ্নভোজের বিরতির সময় বাটলার ৬৪ ও বল ২৯ রানে ব্যাট করছিলেন।