রাজকোট : তৃতীয় টি২০-তে আর জয়ের মুখ দেখা হল না টিম ইন্ডিয়ার। রাজকোর্টেই সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু, এদিন হারের মুখ দেখতে হল সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন তরুণ ব্রিগেডকে। ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৭১ রান তুলেছিল ইংল্যান্ড । ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করে নেমে ২৬ রানে হেরে যায় ভারত।


৫ ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দু'টোতেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। কাজেই, এটা ছিল তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। ভারত এই ম্যাচে জিতলেই সিরিজ জয় হয়ে যেত। কিন্তু, এদিন রাজকোটে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। 


টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলেন ব্রিটিশরা। অর্ধ শতরান করেন বেন ডাকেট। অন্যদিকে, ভারতীয় বোলিং সাইডে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। দলের হয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। 


১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় ব্যাটাররা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে থাকেন ইংরেজ বোলাররা। ভারতকে ঠিকমতো কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি। ভারতীয় দলের পক্ষের এদিন সর্বাধিক রান তোলেন হার্দিক পাণ্ড্য। ৩৫টি বল খেলে তিনি ৪০ রান করেন। যদিও তাঁর ইনিংস জলে যায়। কারণ, ভারতকে ১৪৫ রানেই আটকে দেন ইংরেজ বোলাররা। 


গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জেতা ইস্তক ক্রিকেটের এই ফর্ম্যাটে একের পর এক জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটের এই ফর্ম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত। দলের একাধিক বড় তারকার অবসর ঘোষণা, ক্রিকেটারদের চোট-আঘাত, কোচ বদল, নেতৃত্বে নতুন মুখ - তাতেও ভারতের শাসন অক্ষুণ্ণ। অনেকে তো বলাবলি শুরু করে দিয়েছেন, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব এই ফর্ম্যাটে ফিরলে কী মারাত্মক দল হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল গুছিয়ে নিয়েছে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে এত ভাল খেলছেন যে, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ প্রতিভাবান দলে কোথায় জায়গা পাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে ভারত। তবে, এদিন সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি ভারত। ৫ ম্যাচের সিরিজে অবশ্য এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে সূর্যকুমার-নেতৃত্বাধীন বাহিনী। এরপর ভারত-ইংল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ আছে পুণেতে এবং পঞ্চম ও শেষ ম্যাচটি আছে মুম্বইয়ে।