লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রতিপক্ষকে বাগে পেয়েও ম্যাচ জিততে পারল না কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। লর্ডসে ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। সরাসরি ম্যাচ জেতার সুযোগ থাকলেও অল্প সময়ে জো রুটদের অল আউট করতে পারলেন না নিউজ়িল্যান্ডের বোলাররা।
টেস্টের তৃতীয় দিন পুরোটা বৃষ্টিতে ভেস্তে না গেলে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে ফয়সালা হওয়ারই কথা। রবিবারের ফল অবশ্য স্বস্তি দেবে টিম ইন্ডিয়া ও অধিনায়ক বিরাট কোহলিকে। ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই খেলবেন কোহলিরা। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট ড্র হয়ে গেল। নিউজিল্যান্ড রবিবার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৯ রান তুলে ডিক্লেয়ার দেয়। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৩ রান। তারা শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৭০ রান তোলে। চতুর্থ দিনের ২ উইকেটে ৬২ রান নিয়ে খেলা শুরু করে নিউজ়িল্যান্ড। টম লাথাম (৩৬) ও নিল ওয়াগনার (১০) বেশি রান করতে পারেননি। এরপর রস টেলর (৩৩), হেনরি নিকোলস (২৩) দ্রুত রান তুলতে শুরু করেন। ইংরেজ বোলারদের মধ্যে ওলি রবিনসন ৩ উইকেট নেন। তিনি আগের দিনই ২ উইকেট নিয়েছিলেন। এছাড়া স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জো রুট ১টি করে উইকেট নেন।
ইংল্যান্ডের সামনে ৭০ ওভারে ২৭৩ রানের লক্ষ্য ছিল। কিন্তু সরাসরি জেতার জন্য ঝাঁপাতে গিয়ে কোনওরকম ঝুঁকি নেয়নি ইংল্যান্ড। ড্রয়ের লক্ষ্যেই খেলতে থাকে তারা। দুই ওপেনার ররি বার্নস (৮১ বলে ২৫) ও ডম সিবলি (২০৭ বলে অপরাজিত ৬০ রান) কখনওই রান তোলার গতি বাড়াতে পারেননি। অধিনায়ক জো রুট ৭১ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। কিউয়ি বোলারদের মধ্যে ওয়াগনার ২টি এবং টিম সাউদি ১টি উইকেট নেন। অমীমাংসিতভাবে প্রথম টেস্ট শেষ হওয়ায় সিরিজের ফয়সালার জন্য দ্বিতীয় তথা শেষ টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে দুই শিবিরকেই।