ব্রিস্টল: ব্যাট হাতে জনি বেয়ারস্টো, মঈন আলির (Moeen Ali) ঝোড়ো অর্ধশতরান। যার জেরে বিশাল স্কোর বোর্ডে তুলে নিল ইংল্যান্ড (England)। আর প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪১ রানে জয় ছিনিয়ে নিল বাটলার বাহিনী।
ঝোড়ো অর্ধশতরান বেয়ারস্টো, মঈনের
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভিড মিলার (David Miller)। প্রথম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড (England)। জনি বেয়ারস্টো ৫৩ বলে ঝোড়ো ৯০ রানের ইনিংস খেলেন। তিনি ৩টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান। মঈন আলি ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন বেয়ারস্টো। ডেভিড মালান ২৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ৪টে ছক্কা হাঁকান।
জবাবে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৯৩ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি। রেজা হেন্ড্রিক্স ৫৭ রানের ইনিংস খেলেন। অধিনায়ক মিলার মাত্র ৮ রান করে ফিরে যান। স্টাবস ২৮ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২টো বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান তিনি। অ্যান্ডিলে ফেলেকাউ ২২ রান করেন। কিন্তু কেউই জয়ের তরী পার করাতে পারেননি।
মঈন আলি এই ম্যাচে ঝোড়ো অর্ধশতরানের সঙ্গে সঙ্গেই একটি রেকর্ডও গড়লেন। ইংল্যান্ডের যে কোনও ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেন। আজই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ২ দল। যদি এই ম্যাচেই জিতে যায় ইংল্যান্ড, তবে সিরিজও জিতে যাবে তারা। নইলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। উল্লেখ্য, এই ইংল্যান্ডই ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে হেরে গিয়েছিল নিজেদের ঘরের মাঠে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়, ভর্তি এসএসকেএমে