নয়াদিল্লি: চলতি টেস্ট সিরিজে দলের হাল ফেরানোর জন্য ইংল্যান্ডের উচিত সচিন তেন্ডুলকরকে অপহরণ করা। তিনি যদি ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেন, একমাত্র তাহলেই সিরিজে ফিরে আসতে পারেন অ্যালেস্টার কুকরা। একটি অনুষ্ঠানে ভারতে এসে মজার ছলে এই মন্তব্য করলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র করতে পারলেও, পরের দুটি টেস্ট হেরে আপাতত ২-০ পিছিয়ে ইংল্যান্ড। ফলে কুকদের সিরিজ জয়ের কোনও সম্ভাবনাই নেই। বরং বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে তাঁদেরই সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল।

ইংল্যান্ডের সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই ক্যামেরনও টেস্ট সিরিজে দলের পারফরম্যান্সে হতাশ। সেই কারণেই মজার ছলে তিনি সচিনকে অপহরণ করার কথা বলেছেন।