পার্থ: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-র ম্যাচে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে আফগানিস্তান। জস বাটলারের নেতৃত্ব খেলতে নামবে ভারতীয় দল। অন্যদিকে, মহম্মদ নবির নেতৃত্বে খেলতে নামবে আফগানিস্তান শিবির। ইংল্যান্ডের ব্যাটিং বনাম আফগানিস্তানের বোলিং বাহিনীর মধ্যেই মূলত লড়াইটা হতে চলেছে। এশিয়া কাপশ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল আফগানরা। এরপর পাকিস্তানের বিরুদ্ধেও জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল আফগানরা। 


টি-টােয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ কবে?
আজ, ২২ অক্টোবর, শনিবার অস্ট্রেলিয়া বনাম নিউজিল্য়ান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি হবে


কোথায় হবে খেলা?
পারথ স্টেডিয়ামে খেলা হবে


কখন শুরু ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪.৩০ থেকে শুরু ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচটি হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে 





 





স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ইংল্য়ান্ড-আফগানিস্তান এই ম্য়াচটি দেখতে পারবেন।


ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সম্প্রতি। অস্ট্রেলিয়াকে তাদেরই দেশে হারিয়েছে ইংরেজরা। অন্যদিকে আফগানিস্তান শেষ ৫ ম্যাচের মধ্যে ২টো ম্যাচ জিতেছে। জস বাটলারের কথায়, ''দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়। যাঁরা নিজেদের দিনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। আমরা ভীষণ বিপজ্জনক দল।'' আফগান কোচ জোনাথন ট্রট বলেন, "দারুণ একটা ম্যাচ হতে চলেছে। দলের প্রতিভার অভাব নেই। আমরা কী করতে পারি তা ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিতে চাই। ইংল্যান্ডের ক্ষমতা কারও অজানা নেই। আমরা নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপাবো।''


উল্লেখ্য়, আজ থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২। প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে অবশ্যই অজিরা ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে। গত বছর নিউজিল্য়ান্ডকে ফাইনালে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচটি। 


আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিডনিতে। আকাশের মুখ ভার থাকবে। যে দল টসে জিতবে, তারাই কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল কিউয়িদের। এবার সুযোগ থাকছে তার মধুর প্রতিশোধের।