লন্ডন: আগামী বছর ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ক্রীড়াসূচী ঘোষণা করা হল। পূর্ণাঙ্গ এই সফরে  ভারত পাঁচটি টেস্ট, তিনটি একদিনের ও তিনটি টি ২০ ম্যাচ খেলবে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলেশ ক্রিকেট বোর্ড (ইসিবি) গতকাল এ কথা জানিয়েছে।
টি ২০ ম্যাচ দিয়ে সিরিজের সূচনা হবে। প্রথম টি ২০ ম্যাচ হবে ৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে। বাকি দুটি ম্যাচ খেলা হবে কার্ডিফ ও ব্রিস্টলে।
১২ জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ।
এরপর আগস্ট থেকে শুরু টেস্ট সিরিজের খেলা।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজকে আগামী ২০১৯-র বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। কারণ, আগামী বিশ্বকাপ খেলা হবে ইংল্যান্ডেই।
ক্রীড়াসূচী
টি ২০
প্রথম ম্যাচ-৩ জুলাই-ওল্ড ট্রাফোর্ড
দ্বিতীয় ম্যাচ-৬ জুলাই-কার্ডিফ
তৃতীয় ম্যাচ-৮ জুলাই-ব্রিস্টল
একদিনের সিরিজ
প্রথম ম্যাচ-১২ জুলাই-টেন্ট ব্রিজ
দ্বিতীয় ম্যাচ-১৪ জুলাই-লর্ডস
তৃতীয় ম্যাচ-১৭ জুলাই-হেডিংলি
টেস্ট সিরিজ
প্রথম ম্যাচ-১ থেকে ৫ আগস্ট-এজবাস্টন
দ্বিতীয় ম্যাচ-৯ থেকে ১৩ আগস্ট-লর্ডস
তৃতীয় ম্যাচ-১৮ থেকে ২২ আগস্ট-ট্রেন্টব্রিজ
চতুর্থ ম্যাচ-৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর-অ্যাজেস বোল
পঞ্চম ম্যাচ-৭ থেকে ১১ সেপ্টেম্বর-কিয়া ওভাল

২০১৪-তে ভারত শেষবার ইংল্যান্ড সফরে গিয়েছিল। টেস্ট সিরিজ ১-৩ হেরেছিল ভারত।এরইমধ্যে লর্ডস টেস্ট জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত।
একদিনের সিরিজ ভারত ৩-১ জিতেছিল। একমাত্র টি ২০ ম্যাচে জয়ী হয়েছিল ইংল্যান্ড।