অ্য়াডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। গতকাল জিম্বাবোয়েকে (Zimbabwe) হারানোর সঙ্গে সঙ্গে গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ চারে চলে গিয়েছে তারা। কিন্তু সেমিতে এবার শক্তিশালী প্রতিপক্ষ। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডেই আগামী বৃহস্পতিবার নামতে চলেছেন রোহিত শর্মা অ্যান্ড কোং। আর সেই ম্যাচে নামার আগে বেশ সতর্ক ভারত অধিনায়ক।

প্রসঙ্গ সেমিফাইনাল, প্রতিপক্ষ ইংল্য়ান্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামা প্রসঙ্গে রোহিত বলেন, ''আমাদের যত দ্রুত সম্ভব এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে হবে। আমরা এখানে খেলেছি সম্প্রতি। কিন্তু ইংল্যান্ড অন্য চ্যালেঞ্জ। তারা দারুণ ক্রিকেট খেলছে এই মুহূর্তে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কেন এসেছি এখানে। আমাদের প্রত্যেকের তাঁদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ফোকাস ঠিক রাখতে হবে। ভীষণ চাপের ম্যাচ হতে চলেছে। কিন্তু আমাদের স্নায়ুর চাপ সামলে ভাল খেলতে হবে মাঠে।"

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে নিজেদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সুপার ১২-র শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ভারতীয় দল। ব্যাট হাতে এদিন ফের একবার অনবদ্য ছন্দে দেখায় সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। মাত্র ২৫ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তাঁকে ম্যাচ সেরাও ঘোষণা করা হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ম্যাচ শেষে সূর্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

রোহিতের প্রশংসা

সূর্যর বিষয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, 'স্কাই (সূর্যকুমার যাদব) যেটা করছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ও ব্যাটে নেমেই আগ্রাসী মেজাজে ব্যাট করে বাকিদের চাপমুক্ত করে। আমরা সকলেই ওর দক্ষতা সম্পর্কে অবগত। সূর্য ব্যাট করলে আমরা ডাগ আউটে নিশ্চিন্তে থাকি। ও ব্যাটিংয়ের সময় দারুণ পরিপক্কতার পরিচয় দেখিয়েছে। আমরা ওর থেকে এমন সব ইনিংসেরই তো প্রত্যাশা করি এবং ও প্রতি ম্যাচেই আরও উন্নতি করছে।' ম্যাচ শেষে সমর্থকদের গ্যালারিভর্তি করে ভারতের সমর্থনে গলা ফাটানোর জন্য তাঁদের ধন্যবাদও জানান রোহিত।

সূর্য কী বললেন?

ম্যাচ জিতিয়ে সূর্যকুমার যাদব বলেন, 'অফস্টাম্পের বাইরে প্রায় ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের বল পা ভাঁজ করে বসে বাঁ কানের ৫-৬ ইঞ্চি পাশ দিয়ে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দাও কীভাবে?' রহস্য উদঘাটন করলেন ম্যান অফ দ্য ম্যাচ। সূর্য হাসতে হাসতে বললেন, 'নেটে প্রচুর প্র্যাক্টিস করেছি। রাবার বলে ক্রিকেট খেলার সময় থেকেই এই শট খেলে আসছি। সেই থেকেই হয়ে গিয়েছে এরকম।'