রেপিনো (রাশিয়া): চলতি বিশ্বকাপে তিনি মাঠে নামলেই গোল করতে পারেন বলে মনে করছেন। এমনই জানালেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। তিনি বলেছেন, ‘আমি যদি বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নামতাম, তাহলে সেই ম্যাচে গোল না পেলে পরের ম্যাচ খেলতে নামার আগে ভাবতাম, গত ম্যাচে গোল পাইনি। কিন্তু আমি শেষ যে ম্যাচ খেলেছি, সেটিতে হ্যাটট্রিক করেছি। কলম্বিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য তৈরি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে, সব ম্যাচেই গোল করতে পারি। বিশেষ করে যখন আমার দিকে বল আসছে আর পরিস্থিতি আমার পক্ষে। তাই মাঠে নামার জন্য অপেক্ষা করছি।’
চলতি বিশ্বকাপে গ্রুপ লিগে দু’টি ম্যাচ খেলেই পাঁচ গোল করে ফেলেছেন কেন। বেলজিয়ামের বিরুদ্ধে তাঁকে খেলাননি ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। তবে মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে নিশ্চিতভাবেই খেলবেন ইংল্যান্ডের গোলমেশিন। টটেনহ্যামের এই স্ট্রাইকার এবারের বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে সবার আগে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘সোনার বুট পেলে দারুণ লাগবে। এই প্রতিযোগিতায় আমরা এগোতে পারলে আমার সোনার বুটে পাওয়ার সুযোগ বাড়বে। তবে আমার লক্ষ্য সোনার বুট নয়, বিশ্বকাপ জেতা। তার সঙ্গে যদি সোনার বুটও পেয়ে যাই, তাহলে সবচেয়ে ভাল হবে। রেকর্ডের পিছনে না ছুটে দলকে সাহায্য করতে চাই। তার জন্য কঠোর পরিশ্রম করছি।’
আমি সব ম্যাচেই গোল করতে পারি, বলছেন হ্যারি কেন
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2018 04:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -