মার্সেই: নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। শেষপর্যন্ত পোল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল পর্তুগাল ।
এ বারের ইউরোতে গ্রুপ লিগের কোনও ম্যাচ না জিতেই নক আউট পর্যায়ে উঠে এসেছিল পর্তুগাল। টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে নব্বই মিনিটে ম্যাচ বের করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনান্ডোর পর্তুগাল। প্রি-কোয়ার্টার ফাইনালে ১১৭ মিনিটে গোল করে ফার্নান্ডো স্যান্টোসের দলকে জিতিয়েছিলেন কোরেসমা। কোয়ার্টার ফাইনালে তারা জিতল টাইব্রেকারে। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকার পর লেভানডস্কির পোলান্ডকে টাইব্রেকারে ৫-৩ হারিয়ে এ বারের ইউরোর প্রথম দল হিসেবে শেষ চারে গেল পর্তুগাল। চার বছর আগে ২০১২-র ইউরোতে স্পেনের কাছে টাইব্রেকারে হেরেই ইউরো থেকে ছিটকে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনান্ডোর দেশ। সে দিন পেনাল্টি মিস করেছিলেন জোয়াও মোতিনহো।এ দিন অবশ্য টাইব্রেকারে গোল করতে ভুল করেননি মোতিনহো। দয়ের হয়ে জয়ের স্পট কিক নিলেন কোরেসমা। গোল করলেন পর্তুগিজ ফুটবলের হার্টথ্রব ক্রিশ্চিয়ানো রোনান্ডোও। গ্রুপ লিগে অস্ট্রিয়ার বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো। এ দিন কিন্তু স্পটকিক নিতে এসে প্রথম গোলটি করে যান তিনি।
যদিও ম্যাচের শুরুতেই পোল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডস্কি। কিন্তু পোল্যান্ড সেই লিড আধঘণ্টার বেশি ধরে রাখতে পারেনি। বিরতির কিছু আগে পোল্যান্ড বক্সের সামনে ওয়ান-টু খেলে জোরালো শটে গোল করে যান ১৮ বছরের রেনাতো স্যাঞ্চেজ। কিন্তু পোলিশ ডিফেন্সের কড়া ম্যান মার্কিংয়ের সামনে সে ভাবে চেনা ছন্দে পাওয়া যায়নি পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডোকে। বরং এ দিন নজর কাড়লেন রেনাতো স্যাঞ্চেজ।
পোল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর সেমিফাইনালে পর্তুগাল
ABP Ananda, web desk
Updated at:
01 Jul 2016 01:48 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -