লন্ডন: বেজে গেল ইউরো কাপের সেমিফাইনাল যুদ্ধের দামামা। ট্রফি জয়ের সুযোগ পেতে শেষ চারের ম্যাচ জিততে মরিয়া থাকবে চার দলই। কারা উঠল ইউরোপের সেরা টুর্নামেন্টের সেমিফাইনালে? কোন দলের প্রতিপক্ষ কারা?
ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছেছে ইতালি, স্পেন, ইংল্যান্ড ও ডেনমার্ক। প্রথম সেমিফাইনালে ইতালির সামনে স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ডেনমার্ক। দুটি ম্যাচেই ওয়েম্বলি স্টেডিয়ামে। হ্যারি কেনদের ঘরের মাঠে। পরিচিত পরিবেশে ঘরের মাঠের সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবেন একমাত্র ইংল্যান্ডের ফুটবলাররা।
চলতি ইউরো কাপে দুরন্ত ছন্দে রয়েছে রবার্তো মানচিনির প্রশিক্ষণাধীন ইতালি। তবে তাদের চিন্তায় রাখবে স্পেনের বিরুদ্ধে সাম্প্রতিক রেকর্ড। শেষ ১৪টি ম্যাচে মাত্র দুবার স্পেনকে হারিয়েছে আজ্জুরিরা। পাঁচটি ম্যাচ হারতে হয়েছে। ৭ ম্যাচ ড্র হয়েছে। তবে ইউরো কাপ ও বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ইতালির রেকর্ড ঈর্ষণীয়। ২০১৬ সালের ইউরো কাপে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে স্পেনকে হারিয়েছিল ইতালি। গোল করেছিলেন জর্জিও কিয়েল্লিনি ও গ্রাজ়িয়ানো পেল্লে। ইউরো কাপ ও বিশ্বকাপ মিলিয়ে ৯ বার দু দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে চার ম্যাচ জিতেছে ইতালি। মাত্র একবারই তাদের হারিয়েছে স্পেন। চারটি ম্যাচ ড্র হয়েছে। এবারের সেমিফাইনাল ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে দু'দলের দশম সাক্ষাৎ। বিশ্বের সেরা দুই টুর্নামেন্টের ইতিহাসে ইউরোপের আর কোনও দল এতবার একে অপরের মুখোমুখি হয়নি।
অন্য়দিকে, দুরন্ত ছন্দে থাকা ইংল্যান্ডকে চিন্তায় রাখবে ডেনমার্ক-কাঁটা। ডেনমার্কের বিরুদ্ধে শেষ ৬ সাক্ষাতে মাত্র একবারই জিতেছিল ইংল্যান্ড। হার ২ ম্যাচে। বাকি তিন ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ওয়েম্বলি স্টেডিয়ামে অবশ্য ডেনমার্কের বিরুদ্ধে ইংল্যান্ডের রেকর্ড ভাল। ৭ বার মুখোমুখি হয়ে ৫ ম্যাচে জিতেছে ইংল্যান্ড। ২ ম্যাচে জয়ী ডেনমার্ক। তবে কাকতালীয় হলেও, প্রত্যেক ম্যাচেরই ফল হয়েছিল ১-০। বিশ্বফুটবলের ইতিহাসে এরকম ঘটনা বেশ বিরল।
সেমিফাইনালের সূচি
- ৬ জুলাই ইতালি বনাম স্পেন, ওয়েম্বলি স্টেডিয়াম, রাত ১২.৩০
- ৭ জুলাই ইংল্যান্ড বনাম ডেনমার্ক, ওয়েম্বলি স্টেডিয়াম, রাত ১২.৩০