নয়াদিল্লি: ইউরোপিয়ান সুপার লিগ (European Super League) আয়োজনের পক্ষে রায় দিল ইউরোপের উচ্চ আদালত। রায়ে আদালত বলেছে, ইউরোপিয়ান আইনে কোনও নতুন প্রতিযোগিতায় বাধা দেওয়ার সুযোগ নেই। বরং নতুন কোনও প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আলোচনা হলে তা ইতিবাচক দিকেই নিয়ে যাওয়া উচিত। 


আদালত অবশ্য এও বলেছে, তাদের এই রায়ের অর্থ এই নয় যে, উয়েফাকে (UEFA) এখনই ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আদালত কেবল প্রস্তাবিত সুপার লিগের সম্ভাবনা নাকচ করে দেয়নি। 


ইউরোপের লিগ ফুটবলে স্বপ্নের একটা প্রকল্প তৈরি করতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তাঁর ওই স্বপ্নের প্রকল্পের নাম ছিল ইউরোপিয়ান সুপার লিগ। যা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তে করতে চেয়েছিলেন তাঁরা। ওই প্রকল্পের সম্প্রচার স্বত্ত্বে মোটা অঙ্কের অর্থ লগ্নি করতে চেয়েছিল একটি সম্প্রচারকারী চ্যানেলও। 


পেরেজের ওই প্রকল্পে সমর্থন করেছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তেও। একে একে ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, প্যারিস সঁ জরমঁ, য়ুভেন্তাস-সহ ইউরোপের শীর্ষ পর্যায়ের ১২টি ক্লাব ওই প্রকল্পে যোগ দেয়। কিন্তু সুপার লিগ চালু হলে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ক্লাবগুলোকে নির্বাসিত করার হুঁশিয়ারি দেয়। 


আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফাও উয়েফার পাশে দাঁড়ায়। ফিফা জানিয়ে দেয়, সুপার লিগে খেললে ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। সুপার লিগ প্রকল্প থেকে একে একে অন্যরা সরে আসলেও রিয়াল মাদ্রির ও বার্সেলোনা নাম প্রত্যাহার করেনি। ততদিনে বিষয়টি ইউরোপের আদালতে যায়। সেখানে রায় এসেছে যে, নতুন প্রতিযোগিতা চালু করায় বাধা দেওয়ার সুযোগ ইউরোপের আইনে নেই।


ইউরোপের সর্বোচ্চ আদালত বলেছে, ‘উয়েফা ও ফিফা কর্তৃত্ববাদী অবস্থান নিয়েছে। তাদের এমন অবস্থান নেওয়ার সুযোগ নেই। তাদের নিয়ন্ত্রণের মানসিকতা, অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা স্বাধীনতার পরিপন্থী। আদালত এটাকে তাদের সীমাবদ্ধতা হিসেবে দেখছে। এই রায়ের অর্থ এই নয় যে, আদালত সুপার লিগকে অনুমোদন দিতে বলছে।’ 


ইউরোপিয়ান সুপার লিগের সঙ্গে বিজ্ঞাপন স্বত্ত্বের চুক্তি করতে চাওয়া এ২২ স্পোর্টস তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, 'উয়েফার স্বেচ্ছ্বাচারিতার দিন শেষ। ফুটবল মুক্ত হল। এই রায়ে ক্লাবগুলো নিষেধাজ্ঞার খাঁড়া থেকে মুক্তি পেল এবং তাদের ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণের ক্ষমতা পেল।’


উয়েফাও পাল্টা বিবৃতি দিয়ে বলেছে, এই রায় তথাকথিত সুপার লিগ চালুর অনুমোদন দেয় না। বরং রায়টা উয়েফার আইনের প্রাথমিক কাঠামোর মধ্যেই পড়ে।


আরও পড়ুন: ৩ জন একসঙ্গে খেললেই ভয় পাবে প্রতিপক্ষ! কেকেআর সমর্থকদের জন্য আশার কথা শোনালেন গম্ভীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে