নয়াদিল্লি: লর্ডস টেস্টে যেভাবে ভারতের টেল এন্ডাররা ব্যাটিং করেছে, তা দেখে মুগ্ধ ভারত-ইংল্য়ান্ড ২ দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। জসপ্রীত বুমরার সঙ্গে নবম উইকেট জুটিতে ৮৯ রান বোর্ডে যোগ করেছেন ২ জন। ম্যাচের পঞ্চম দিনে লোয়ার অর্ডারে এই পার্টনারশিপই ইংল্য়ান্ডের সামনে লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেয় শেষ মুহূর্তে। পার্টনারশিপ গড়ার পথে নিজের টেস্ট কেরিয়ারে দ্বিতীয় অর্ধশতরান পূরণ করেন শামি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি।
আর শামির ব্যাটিং দেখে মজে রয়েছেন বীরেন্দ্র সহবাগ। প্রাক্তন ভারতীয় ওপেনার শামির একটি শটের সঙ্গে তো আবার বিরাট কোহলির তুলনাও টেনে এনেছেন। শুধু তাইই নয়, ভারত অধিনায়কের থেকেও নাকি সেই শটটি শামি ভাল খেলেছেন বলে মনে করেন সহবাগ। এক সাক্ষাৎকারে সহবাগ বলেন, 'কভার ড্রাইভটার দিকে দেখুন। আমার মনে হয় বিরাট কোহলিও এত ভাল শটটা খেলতে পারেনি। দুর্দান্ত ব্যাটিং ও পার্টনারশিপ গড়েছে ২ জন। আমার মনে হয় রবিনসনকে আক্রমণ থেকে সরিয়ে দেওয়ার পরই ২ জনে ছন্দে চলে আসে। স্যাম কুরান ও মঈন আলি যখন আক্রমণে আসে, তখন একবারও মনে হয়নি যে শামি ও বুমরাকে ওঁরা আউট করতে পারবে। দারুণ ডিফেন্স, সঠিক শট সিলেকশন। সবকিছুই ভারতের পক্ষে গিয়েছে।'
শামি ও বুমরা ২ জনে মিলে সোমবার লর্ডস টেস্টের শেষ দিনে নবম উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ইংল্য়ান্ডের মাটিতে নবম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ এটি। যার জন্য ইংল্য়ান্ডকে ২৭২ রানের লক্ষ্যমাত্রা দিতে পারে ভারত। কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ১২০ রানেই দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় রুট বাহিনী।
ম্যাচে ভারতীয় বোলাররা নজরকাড়া পারফর্ম করেন। অশ্বিনের মতো তারকা স্পিনারকে বাইরে রেখেই দল সাজিয়েছিলেন বিরাট। কিন্তু সেই অভাব একবারও বোধ করতে দেননি ভারতীয় পেসাররা।