আমদাবাদ: খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় প্রথম ওযান ডে ম্যাচেও রান পেলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। ৪ বলে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট। আর তাঁর ব্যাটিং নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন সুনীল গাওস্কর। আলজারি জোসেফের বলে আউট হন বিরাট। প্রথম ২ টো ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান প্রাক্তন অধিনায়ক। কিন্তু চতুর্থ ডেলিভারিতে আউট হয়ে ফেরেন তিনি। ফাইন লেগে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন বিরাট।
সুনীল গাওস্কর জানান, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজের সময়ও বিরাটকে আউট করার জন্য এই স্ট্র্যাটেজিই নিয়েছিল প্রোটিয়া বোলাররা। লিটন মাস্টার বলেন, ''প্রোটিয়া বোলাররাও বিরাটকে এভাবেই আক্রমণের ছক কষেছিল। কারণ ও এমন একজন ব্যাটার যে সবসম স্ট্রোক খেলতে ভালবাসে। আর হুক শটও মারতে ভালবাসে। কিন্তু সেই সময় সবসক্ষেত্রে কন্ট্রোল থাকে না।'' গাওস্কর আরও বলেন, ''বাউন্সে বিরাট মারতে গিয়েছিল, কিন্তু আমার মনে হয় ওর আগে ঠিকভাবে কন্ট্রোল আনা উচিত সেই শটে। অতিরিক্ত বাউন্স হওয়া বলেই শট খেলতে গিয়ে আউট হল ও। পুরোনো ম্যাচগুলো থেকে ভুলগুলো দেখে শুধরে নেওয়া উচিত বিরাটের।''
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেল ভারতীয় দল। আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভারের মধ্যেই সেই রান টপকে যায় ভারতীয় দল। অনায়াসে জয় পেয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। পরের ম্যাচ বুধবার।
টসে জিতে আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।
রান তাড়া করতে নেমে ভারতের কোনও সমস্যাই হয়নি। অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ। রোহিত ৫১ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। ঈশান করেন ২৮ রান। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান। ঋষভ পন্থ করেন ১১ রান। সূর্যকুমার যাদব ৩৪ ও দীপক হুডা ২৬ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ানদের হয়ে ২ উইকেট নেন আলজারি জোশেফ। একটি উইকেট নেন আকিল হোসেন।