চন্দননগর: তিনি বাংলা তো বটেই, গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন বারবার। মাউন্ট এভারেস্টে চড়েছেন সামান্যতম অক্সিজেনের সাহায্য়ে। অন্নপূর্ণা, মাকালু-র মতো ছ'টি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন। সেই পিয়ালি বসাক চরম অর্থ সংকটে। মাথার ওপর বিরাট দেনার দায়।


পরিস্থিতি সামাল দিতে চন্দননগর বইমেলায় স্টল দিলেন এভারেস্ট জয়ী কন্যা। সেই স্টলেও রয়েছে পাহাড়ের ছোঁয়া। পাহাড়ি পথে যেতে যেতে সেখানকার জ‌্যাকেট বা জুতো সংগ্রহ করতেন। সেগুলো বিক্রি করেই কিছু লাভের আশায় স্টলে বসছেন পিয়ালি নিজেই। সঙ্গে থাকছেন বোন তমালি বসাকও।


মাথায় ওপর প্রায় ৮০ লক্ষ টাকার ঋণ। তার ওপর আরও শৃঙ্গ জয় করার অদম্য ইচ্ছে। স্টল থেকে সরঞ্জাম বেচে কিছুটা বাড়তি রোজগারের চেষ্টা করছেন পিয়ালি। সঙ্গে উৎসাহীদের দিচ্ছেন পাহাড়কে, প্রকৃতিকে ভালবাসার পাঠ।


পেশায় স্কুলশিক্ষিকা পিয়ালি। আপাতত স্টল নিয়েই ব্যস্ত রয়েছেন। রয়েছে বিরাট ঋণের জন্য উদ্বেগ। সরকারি বা বেসরকারি, কোনও স্তরেই কোনও সাহায্য পাননি। রাজ্যপাল সম্প্রতি তাঁকে পুরস্কৃত করেছেন। তবে ৫০ হাজার টাকার পুরস্কার মূল্য এখনও হাতে পাননি। তবে এসবের মাঝেও মন খারাপ পিয়ালির। সদ্য মাকে হারিয়েছেন যে। অক্টোবর মাসে প্রয়াত হয়েছেন পিয়ালির মা। বাবাও শয্য়াশায়ী। বোনকে ভিন রাজ্যের চাকরি ছেড়ে যে কারণে চন্দননগরে ফিরতে হয়েছে।


চন্দননগরেই স্থানীয় ইস্পাত সংঘের আয়োজনে মেলা শুরু হয়েছে গত ২৩ ডিসেম্বর। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। দুপুর ২টায় মেলার গেট খুললেও চন্দননগর কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালির আসতে ৪টা বেজে যাচ্ছে। স্কুল মিটিয়ে আসতে হচ্ছে বলে। তার ওপর বাড়িতে অসুস্থ বাবা।


আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ


পিয়ালি জানিয়েছেন, গত নভেম্বরেই রাজ্যপাল তাঁকে পুরস্কৃত করেছেন। ৫০ হাজার টাকা মিলবে। কিন্তু এখনও হাতে আসেনি সেই অর্থ। সরকারি-বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ রয়েছে। পাশাপাশি গত মে-জুন মাসে অন্নপূর্ণা ও মাকালু শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। এর মধ্যে মাকালুর জন্য আয়োজক সংস্থা পাবে ৩০ লক্ষ। সব মিলিয়ে ৮০ লক্ষ টাকার ঋণভার। তবে পিয়ালির স্টলে বিক্রি কম। গল্প শুনতেই বেশি মানুষ আসছেন তাঁর কাছে। কেউ কেউ আবার সেলিব্রিটি পিয়ালির সঙ্গে সেলফি তোলার আবদার করছেন। হাসিমুখে আব্দার মেটাচ্ছেন পিয়ালি।


আরও পড়ুন: ফুটবল ছেড়ে চাষ শুরু করেছিলেন বাবা, অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যে দৌড় মেসি-ভক্ত ষোড়শীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে