আমদাবাদ: প্রায় আড়াই বছরের ওপরে সেঞ্চুরি নেই। বিরাট কোহলির ব্যাটে ৭১ তম আন্তর্জাতিক শতরান দেখার অপেক্ষা বাড়ছে সমর্থকদের। ওয়ান ডে ফর্ম্যাটে তো দিন হিসেবে সময়টা আরও বেশি। ২০১৯ সালের ১৪ অগাস্ট শেষবার ৫০ ওভারের ফর্ম্যাটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ২টো ওয়ান ডেতেও ভাল শুরু করেও ব্যর্থ হয়েছেন। এরই মাঝে বিরাটের ব্যাটিং নিয়ে নানা প্রশ্নও উঠেছে। তবে এবার তাঁর পাশে দাঁড়ালেন সুনীল গাওস্কর। এক সাক্ষাৎকারে বিরাটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে গাওস্কর বলেন, ''প্রত্যেক ব্যাটারের লাক ফ্যাক্টরও রয়েছে একটা। এই জিনিসটা প্রত্যেক ব্যাটারের দরকার যখন সে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। যেমন ওঁর ব্য়াটে লাগার পরে ফিল্ডার ক্যাচ মিস করল, তা ফিল্ডারের ঠিক সামনে বল পড়ল। কিন্তু এমন কোনও লাকই কাজ করেনি। কিন্তু এটাও ভুললে হবে না যে কয়েকটি ম্যাচ আগেই টানা ২ টো ম্যাচে ও অর্ধশতরানের ইনিংস খেলেছে দক্ষিণ আফ্রিকায়। সুতরাং বিরাট কিন্তু অফফর্মে নেই। কিন্তু ওর ভাগ্যটা কাজ করছে না এই সময়ে।''


২০১৯ সালের ১৪ অগাস্টের পর থেকে ১৮টি ম্যাচ খেলেছেন বিরাট ওয়ান ডে ফর্ম্যাটে। তার মধ্যে ১০বার অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। ৩৩ বছরের ব্যাটারের গড় ছিল ৪২.৫০। ঝুলিতে পুরেছেন ৭৬৫ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২ টো ম্যাচে যথাক্রমে করেছেন ৫১ ও ৬৫ রান। চলতি ওয়ান ডে সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ হাজার রান পূরণ করেছেন এই ফর্ম্যাটে। এমনকী বিরাটের কেরিয়ারের শেষ ২ টো ওয়ান ডে সেঞ্চুরিও এসেছিল ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই।


প্রথম ২ ম্যাচে পরপর জয়। সিরিজও দখলে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আক্ষরিক অর্থে এই ম্যাচ নিময়রক্ষার। কিন্তু তবুও অধিনায়ক হিসেবে এই ম্যাচও জিতে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে চাইবেন হিটম্য়ান। প্রথম ম্যাচে ৬ উইকেটে জেতার পর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়ে দিয়েছে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কলকাতা উড়ে আসবে ২ দল।