মুম্বই: যেখানে হাত দেন, সেখানেই সোনা ফলান। নীরজ চোপড়ার (Neeraj Chopra) জন্য এই কথাটা একেবারেই প্রযোজ্য। অলিম্পিক্স হোক বা বিশ্ব অ্যাথলেটিক্স (World Atheletics Championship) চ্যাম্পিয়নশিপে যেখানেই নেমেছেন সোনা জিতেছেন। দেশের নাম উজ্জ্বল করেছেন। এবার ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ারের চোখ রোহিতদের খেলায়। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) বিশ্বকাপে খেলছে। ভারতের সোনাজয়ী অলিম্পিয়ান (Tokyo Olympics) বলছেন গোটা দেশবাসীর মত তিনিও ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের আশায় বুক বেঁধেছেন। 


এক সাক্ষাৎকারে নীরজ বলেন, ''প্রত্যেকেই চাইছে যে ভারত এবার বিশ্বকাপ জিতুক। প্রত্যেক প্লেয়ার দারুণ ফর্মে রয়েছে। দুর্দান্ত পারফর্ম করছে গোটা দল। আমিও চাই না কোনও কমেন্ট তাঁদের আলাদা করে চাপ অনুভব করাক। শুধু এটুকুই বলব যে ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছে, তাই আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত।'' উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে সবগুলো ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। 


ইতিমধ্যেই সেমিফাইনালের উদ্দেশে এক পা বাড়িয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ব্যাটিং, বোলিং, দলের দুই বিভাগেই তারকা ক্রিকেটাররা ভাল পারফর্ম করছেন। তবে এতকিছুর মধ্যেও ভারতীয় দলের চিন্তা বলতে শুধু হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) চোট। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগেই ভারতীয় শিবিরে সুখবর।


ভারতীয় শিবিরে ফিরছেন হার্দিক?


খবর অনুযায়ী, লঙ্কান বিরুদ্ধে মাঠে নামার আগেই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন হার্দিক পাণ্ড্য। মুম্বই উড়ে আসছেন তিনি। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। তারপর থেকে আর ভারতের হয়ে খেলতে পারেননি তিনি। চোটে সারানোর লক্ষ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি কাজ করছিলেন। শোনা যাচ্ছে তাঁর চোট অনেকটাই সেরে উঠেছে এবং তিনি দলের যোগ দিচ্ছেন।


২ নভেম্বর, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দল পড়শি শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই ম্য়াচে জয় মানে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পাকা। হার্দিক দলে ফিরলে তিনি যে দলকে ভারসাম্য প্রদান করবেন এবং দলের শক্তি আরও বাড়বে, তা বলাই বাহুল্য। তবে এখনও পর্যন্ত হার্দিক লঙ্কান দলের বিরুদ্ধে মাঠে নামবেন কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এরই মধ্যেই ভারতীয় দল, আজ সোমবার, ৩০ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে মায়ানগরীতে পৌঁছে গিয়েছেন। রোহিতদের মুম্বইয়ে পৌঁছনোর এক ভিডিও ছড়িয়ে পড়েছে চারিদিকে।