মুম্বই: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটাররাও আইপিএলের পরই উড়ে যাবেন লন্ডন। আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হতে চলা ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। তালিকায় রয়েছেন রবি শাস্ত্রীও। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যখন ভারত খেলেছিল, তখন টিম বিরাটদের কোচ ছিলেন তিনি। এবার অবশ্য কোচের হটসিটে রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা। শাস্ত্রী অবশ্য ২ দল মিলিয়ে তাঁর পছন্দের একাদশ বেছে নিয়েছেন। কারা কারা রয়েছেন শাস্ত্রীর একাদশে?
নিজের পছন্দের একাদশে অধিনায়ক হিসেবে শাস্ত্রী বেছে নিয়েছেন রোহিত শর্মাকেই। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে প্যাট কামিন্স এখনও ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞ নন, তবে স্মিথ যদি অজি অধিনায়ক হতে তাহলে ব্যাপারটা অন্যরকম হত। ওপেনিংয়ে রোহিতের পার্টনার হিসেবে তিনি বেছে নিয়েছেন উসমান খাওয়াজা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে রয়েছেন খাওয়াজা। তিন নম্বর স্লটে টেস্টে ব্য়াটারদের তালিকায় শীর্ষ স্থানাধিকারী মারনাস লাবুশেনকে রেখেছেন শাস্ত্রী। চার, পাঁচ নম্বর পজিশনে বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে বেছেছেন শাস্ত্রী।
ছয় নম্বর পজিশনে গ্রিনকে না, জাডেজাকেই তাঁর অভিজ্ঞতার জন্য জায়গা দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সাতে রয়েছেন অ্যালেক্স ক্যারি। আট নম্বর স্লটে অশ্বিনকে নয়, নায়ান লিঁয়কে সুযোগ দিয়েছেন শাস্ত্রী। তিন পেসার হিসেবে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও মহম্মদ শামি।
আজই ইংল্য়ান্ডে পাড়ি দিচ্ছেন বিরাটরা?
আইপিএল শেষ হতেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের ঢাকে কাঠি পড়ে যাবে। হাতে বেশি সময়ও নেই। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই ইংল্য়ান্ডের মাটিতে প্রস্তুতি সারছেন। সূত্রের খবর, ভারতীয় দলের কিছু তারকা ক্রিকেটারও আগেভাগেই ইংল্যান্ড উড়ে যাতে পারেন। দলের সঙ্গে নয়, আগেই ইংল্যান্ডে উড়ে গিয়ে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও নিজেদের প্রস্তুতি শুরু করে দেবেন ৭ ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দুল ঠাকর, জয়দেব উনাদকাট, উমেশ যাদব।
আইপিএলের প্লে অফে জায়গা পায়নি আরসিবি। সেই দলের ২ ক্রিকেটার বিরাট ও সিরাজ রয়েছেন যাঁরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলের সদস্য। আবার কেকেআরের উমেশ ও শার্দুল রয়েছেন। তেমনই রাজস্থানের অশ্বিন ও উনাদকাট রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অক্ষর পটেলও ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। বাকি যাঁরা রয়েছেন তাঁরা প্লে অফে জায়গা পাওয়া বিভিন্ন দলের সদস্য। ফলে তাঁরা এখনও যেতে পারবেন না।