নয়াদিল্লি: আম্পায়ারদের চোখ ‘নো-বল’ এড়িয়ে যাওয়ায় গত আইপিএলে জোর বিতর্ক দানা বেঁধেছিল। অন্তত দুটি ম্যাচে তো নো-বল সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারদের সঙ্গে জোর বাক্য-বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি। সমালোচকরাও আম্পায়ার বাছাইয়ের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, আম্পায়ার নির্বাচন করতে আরও ভাল প্রক্রিয়া থাকা উচিত।
নো-বলের জন্য মুম্বই ইন্ডিয়ান্সদের বিরুদ্ধে একটি ম্যাচ হেরে যাওযার পর সাংবাদিক সম্মেলনে এসে আম্পায়ারিংয়ের মান নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন কোহলি। বলেছিলেন, আমরা আইপিএল খেলছি, ক্লাব ক্রিকেট নয়। আম্পায়ারদের চোখ খোলা রাখা প্রয়োজন।
বোর্ড সূত্রে খবর, ব্রজশ পটেলের নেতৃ্ত্বাধীন নবগঠিত আইপিএল গভর্নিং কাউন্সিল ২০২০ আইপিএল সংস্করণের জন্য বিশেষ টিভি-আম্পায়ার রাখার বন্দোবস্ত করছে শুধুমাত্র নো-বল দেখার জন্য। বলা যেতে পারে, নো-বল দেখার জন্য একজন ‘পঞ্চম আম্পায়ার’ নিয়োগ করা হবে।
এক সদস্য বলেন, এখন বিষয়টা হয়ত অদ্ভুত মনে হতেই পারে। কিন্তু, এটা (নো-বল) একটা চিন্তার বিষয়। ওই সদস্য আরও বলেন, আমরা প্রযুক্তি ব্যবহার করতে চাইছি। এখন আরেকজন আম্পায়ার স্রেফ নো-বল দেখবেন। তবে তিনি তৃতীয় বা চতুর্থ আম্পায়ার নন।
প্রসঙ্গত, আগামী বছরের আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় আগামী ১৭ ডিসেম্বর।
আইপিএল ২০২০: নো-বল দেখার জন্য বিশেষ ‘পঞ্চম আম্পায়ার’ নিয়োগের ভাবনা
Web Desk, ABP Ananda
Updated at:
06 Nov 2019 09:29 AM (IST)
আম্পায়ারদের চোখ ‘নো-বল’ এড়িয়ে যাওয়ায় গত আইপিএলে জোর বিতর্ক দানা বেঁধেছিল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -