কলকাতা: আইলিগের প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের৷ এখনও পুরো দল হাতে পাননি কোচ মর্গ্যান৷ ছুটি কাটিয়ে চলতি সপ্তাহেই প্র্যাক্টিসে যোগ দেবেন বাকি ফুটবলারেরা৷ মর্গ্যানের দাবি, এই মরসুম ফুটবলারদের কাছে বড় চ্যালেঞ্জ৷
কলকাতা লিগ হাতে এসেছে৷ আইলিগ এখনও অধরা৷ মরসুমের শুরু থেকে তাই আইলিগকেই পাখির চোখ করে এগোতে চান লাল হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যান৷ এ-মরসুমের শুরুতেই তাই দলে অনেক রদবদল৷ লাল হলুদের খোলনলচে বদলেছে৷ এসেছেন নয়া বিদেশি ফুটবলারও৷ নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই আইলিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল৷ সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি৷ দলের হেভিওয়েটরা এখনও যোগ দেননি অনুশীলনে৷ তবে, যোগ দিয়েছেন নয়া বিদেশি ওয়েডসন৷ অনুশীলনে দেখা গেল জ্যাকি চাঁদ, রবিন গুরুঙ্গদেরও৷ তাঁদের নিয়েই আপাতত দল তৈরিতে ব্যস্ত হেডস্যার মর্গ্যান৷ দু’বার হাতের কাছে এসেও হাতছাড়া আইলিগ৷ নতুন দল নিয়ে এবার নতুন চ্যালেঞ্জের মুখে মর্গ্যান৷ ব্রিটিশ কোচের সাফ কথা, এটা শুধু তাঁর নয়, লাল হলুদে যোগ দেওয়া নতুন ফুটবলারদের কাছেও বড় চ্যালেঞ্জ৷ অনুশীলনে ব্যস্ত ওয়েডসন৷ চলতি সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আর এক বিদেশি বুকেন ওয়ার৷ তবে, এখনও পর্যন্ত চতুর্থ বিদেশি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি লাল হলুদ কর্তারা৷
নজরে আই-লিগ, প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2016 07:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -