রিও ডি জেনেইরো: অলিম্পিক ভিলেজে পৌঁছে গেল ভারতের পুরুষ ও মহিলা হকি দল। পুরুষ দলের লক্ষ্য গত কয়েকটি অলিম্পিকের হতাশাজনক পারফরম্যান্স মুছে ফেলে এবার ভাল ফল করা। অন্যদিকে, ৩৬ বছর পর অলিম্পিকের যোগ্যতা অর্জন করা মহিলা দল ভাল পারফরম্যান্স দেখাতে চায়।
রিও-তে যাওয়ার আগে পুরুষ দল মাদ্রিদে স্পেনের জাতীয় দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছ। অন্যদিকে, মহিলা দল ফিলাডেলফিয়ায় কানাডার বিরুদ্ধে দুটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছে। ভারতের মহিলা দল তিনটি ম্যাচই জিতেছে।
পুরুষ দলের অধিনায়ক পি আর শ্রীজেশ বলেছেন, গ্রুপ লিগে জার্মানি, আর্জেন্তিনা, নেদারল্যান্ডসের মতো দলগুলিকে হারানোই আমাদের প্রাথমিক লক্ষ্য। আমরা অবশ্যই পদক জিততে চাই। তবে তার আগে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। প্রথমে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে চাই।
কোচ রোল্যান্ট ওল্টম্যান্স বলেছেন, এই দলের অনেকেই প্রথম অলিম্পিক খেলবেন। তাই তাঁরা ভাল খেলার জন্য মুখিয়ে আছেন। তবে অনভিজ্ঞতার কারণে বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেদিকে তাঁরা নজর দিচ্ছেন।
মহিলা দলের নেত্রী সুশীলা চানু বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচই জিতে তাঁরা অলিম্পিকের আগে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এটা তাঁদের প্রথম অলিম্পিক। তাঁরা ভাল পারফরম্যান্স দেখাতে চান।
রিও পৌঁছল ভারতের পুরুষ ও মহিলা হকি দল
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jul 2016 06:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -