ছেলে রান আউট, মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাবার
Web Desk, ABP Ananda | 20 Dec 2016 11:00 PM (IST)
কলকাতা: সিএবির দ্বিতীয় ডিভিশন লিগে মর্মান্তিক ঘটনা৷ ছেলে রান আউট হওয়ার পরই বাবা মাঠেই হৃদরোগে আক্রান্ত হন৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ মঙ্গলবার টাউন ক্লাবে সুবার্বান বনাম শরত্ সমিতির ম্যাচচলাকালীন ঘটনাটি ঘটে৷ সুবার্বনের ব্যাটসম্যান তুর্জ সাহা ৮০ রানে রান আউট হওয়ার পর হঠাত্ই মাঠেই অসুস্থ হয়ে পড়েন বাবা তুলসী সাহা৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাঠে কোনও অ্যাম্বুলেন্স ছিলনা ম্যাচচলাকালীন৷ গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অসুস্থ তুলসী সাহাকে৷