কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। রাতভর গ্রেফতারির পর প্রায় ২৭ ঘণ্টা জেরার পর রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর এরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর শাসক দলকে খোঁচা দিয়ে শুভেন্দু লেখেন, হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে। একটি বড় পোস্ট নিজের ফেসবুকে করেছেন শুভেন্দু।


নিজের সােশাল মিডিয়ায় কী লেখেন শুভেন্দু অধিকারী?


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, ''একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না। যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে। মহামান্য হাইকোর্ট কে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।''



শুক্রবার সকাল থেকে একটানা পার্থকে জেরা করা হয়। তদন্তে উঠে আসে তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামও। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে বস্তার মধ্যে থেকে।  উদ্ধার হয়েছে ৫০ লক্ষের গয়না। তাঁর বিপুল সম্পত্তির হদিশও মিলেথে। জানা যায়, পার্থ এবং অর্পিতা, দু'জনের কেউি সহযোগিতা করছেন না। এর পরই সকালে পার্থকে গ্রেফতারির প্রক্রিয়া শুরু হয়।  সাক্ষী ডেকে এনে সই করানো হয় গ্রেফতারি মেমোয়।


এদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। SSC দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীরাই হাইকোর্টে মামলা করেন।


আরও পড়ুন: গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দৃষ্টান্তমূলক শাস্তি চান চাকরিপ্রার্থীরা