নয়াদিল্লি: আজ দিল্লিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। অনুষ্ঠানের জন্য নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে স্টেডিয়াম। দুপুর ২ টোর পর থেকে স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। রাস্তায় থাকছে বেশ কয়েকটি চেকিং পয়েন্ট। সন্ধেয় উদ্বোধনের পর রাত ৮টায় প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্বোধন নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করে দিয়েছে ফিফা। তাই দিল্লিতে একটি ছোটখাটো অনুষ্ঠান হবে। এর সূচনা করবেন প্রধানমন্ত্রী।


ভারতে এই প্রথম ফিফা বিশ্বকাপের আয়োজন হচ্ছে। ৬ থেকে ২৮ পর্যন্ত চলবে বিশ্বকাপের খেলা। আয়োজক দেশ হওয়ায় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ভারত। এই প্রথমবার ভারত যুব বিশ্বকাপে খেলবে। ২৪ টি দেশ অংশ নিয়েছে।

ভারত রয়েছে গ্রুপ এ-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে আমেরিকা, ঘানা ও কলম্বিয়া। আজ আমেরিকার সঙ্গে খেলবে ভারত। ৯ অক্টোবর কলম্বিয়া, ১২ অক্টোবর ঘানার বিরুদ্ধে খেলবে ভারত। আয়োজক দেশের গ্রুপ লিগের সবকটি ম্যাচ রয়েছে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এই ম্যাচগুলি রাত ৮ টায় শুরু হবে। সোনি টেন ২, সোনি টেন ৩, সোনি ইএসপিএন ও ডিডি স্পোর্টসে দেখা যাবে খেলা।