দোহা: বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম ম্যাচে কানাডাকে হারালেও, দ্বিতীয় ম্যাচেই মরক্কোর বিরুদ্ধে ২-০ স্কোরলাইনে পরাজিত হয়েছে বেলজিয়াম। বিশ্বকাপ জয়ের আশা বজায় রাখতে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ বেলজিয়ামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এডেন অ্যাজার, কেভিন দ্য ব্রুইনদের বেলজিয়াম আজ লুকা মদ্রিচ, ম্যাটেও কোভাসিচদের ক্রোয়েশিয়ার (Belgium vs Croatia) মুখোমুখি। 


দুই দলেই তারকার ছড়াছড়ি। এক দলে প্রাক্তন ব্যালন ডি'অর জয়ী তারকা মদ্রিচ রয়েছেন, তো অন্য দলে সদ্য ব্যালন ডি'অরের দৌড়ে তৃতীয় হওয়া দ্য ব্রুইন বিদ্যমান। দুই দলের লড়াইটা যে মূলত মাঝমাঠ কেন্দ্রিকই হতে চলেছে তা বলাই বাহুল্য। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে তাই উত্তেজনারও অন্ত নেই। বেলজিয়াম, ক্রোয়েশিয়া ম্যাচে যে জিতবে সেই পরের রাউন্ডে পৌঁছে যাবে। অবশ্য ক্রোয়েশিয়া ম্যাচ ড্র করলেও পরের রাউন্ডে পৌঁছতে পারে। কিন্তু বেলজিয়াম ড্র করলে সেক্ষেত্রে মরক্কোকে কানাডার বিরুদ্ধে হারতে হবে এবং তারপর গোলপার্থক্যের বিচারে পরের রাউন্ডে কোন দল পৌঁছবে তা নির্ধারিত হবে। বেলজিয়াম পরাজিত হলে তাঁরা বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।


খেলা কবে?


১ ডিসেম্বর, বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধ মাঠে নামছে বেলজিয়াম।


কোথায় হবে খেলা?


ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম ম্যাচটি আয়োজিত হবে আমেদ বিন আলি স্টেডিয়ামে।


কখন শুরু ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী রাত ৮.৩০-টায় শুরু হবে খেলা। 


কোথায় দেখা যাবে ক্রোয়েশিয়া বনাম বেলজিয়ামের এই ম্যাচটি?


স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?


অনলাইনে জিও সিনেমায় ক্রোয়েশিয়া বনাম বেলজিয়ামের ম্যাচটি দেখা যাবে।


বেলজিয়াম দলে অন্তর্দ্বন্দ্ব!


রিপোর্ট অনুযায়ী মরক্কোর বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পরে সাজঘরে বেলজিয়াম খেলোয়াড়দের মধ্যেই কথা কাটাকাটি হয়। মূলত এডেন অ্যাজার (Eden Hazard) ও কেভিন দ্য ব্রুইনের মধ্যেই ঝামেলার খবর সামনে আসে। কিন্তু সেইসব রিপোর্ট নাকচ করে দিলেন বেলজিয়াম অধিনায়ক। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা দলের অধিনায়ক অ্যাজার জানান মরক্কোর বিরুদ্ধে পরাজয়ের পর দলের সকলের মধ্যে গভীর আলোচনা হয়, তার বেশি কিছু নয়।


তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা খেলোয়াড়রা গভীর আলোচনা করি। ভাল, খারাপ অনেক বিষয়েই আমাদের মধ্যে আলোচনা হয়। এখন আমাদের সম্পূর্ণ লক্ষ্য হল ক্রোয়েশিয়াকে হারানো। প্রস্তুতি সারার জন্য আমাদের কাছে দুইদিন সময় ছিল এবং এই ম্যাচের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সাজঘরে আর তেমন কিছুই হয়নি। কেবল কোচ নিজের মতামত জানান। আমি কেভিন দ্য ব্রুইনের সঙ্গেও কথা বলেছি এবং এই দলের ওপর ওর সম্পূর্ণ আস্থা আছে।'


আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে লামের সমালোচনার জবাব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ফ্লিক