বুয়েনস আয়রস: দেশে ফিরলেন বিশ্বজয়ীরা। একেবারে রাজকীয় অভ্য়র্থনা বরণ করে নেওয়া হল তাঁদের। আর্জেন্তিনাকে (Argentina) ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করে বুয়েনস আয়রস ফিরল নীল-সাদা শিবিরে। বুয়েনস আয়রসের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছিলেন ১০ লক্ষের বেশি মানুষ। নায়কদের জন্য  বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল হুডখোলা বাস। ট্রফি হাতে তাতে চেপেই শহর প্রদক্ষিণ করেন মেসিরা। বুয়েনস আয়রসের রাজপথে তখন ভিড়ে ভিড়াকার। ফুটবলাররা মোবাইলে বন্দি রাখলেন মুহূর্তগুলি। অনুরাগীরাও নায়কদের মুঠোবন্দি করে।


 






রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধিত করা হয়েছে মেসিদের। আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন। এদিন দেশের সব স্কুল-কলেজ-অফিস ছুটি থাকবে। ওবেলিক্স মনুমেন্টের নিচে সংবর্ধনার পর আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে মেসিদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্তিনা দলের সদস্যদের পরিবার আগেই দেশে পৌঁছে গিয়েছে।