দোহা: আর্জেন্তিনার তারকা ফুটবলার অ্যাঙ্খেল দি মারিয়া (Angel Di Maria) বিশ্বের একাধিক নামী দলের বহু ম্যাচ জিতিয়িছেন। রিয়াল মাদ্রিদ, পিএসজির হয়ে বহু স্মরণীয় পারফরম্যান্স রয়েছে দি মারিয়ার। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে আর্জেন্তাইন উইঙ্গার চূড়ান্ত ব্যর্থ। ২০১৪-১৫ সালে মাত্র এক মরসুমই রেড ডেভিলসের জার্সিতে খেলেছেন দি মারিয়া। ম্যান ইউনাইটেডের হয়ে ওই মরসুমকে দি মারিয়া কার্যত দুঃস্বপ্ন হিসাবেই দেখেন। তৎকালীন ম্যান ইউনাইটেড কোচ লুই ফান হালের (Louis Van Gaal) অধীনে খেলা নেদারল্যান্ডস দলের বিরুদ্ধেই (Argentina vs Netherlands) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে দি মারিয়াদের আর্জেন্তিনা।


দি মারিয়াকে জবাব 


সেই ম্যাচের আগে লুই ফান হালকে নিজের কেরিয়ারের সবথেকে খারাপ কোচের তকমা দেন দি মারিয়া। এবার সেই সমালোচনার জবাব দিলেন ফান হাল। ডাচ কোচ সাংবাদিক সম্মেলনে বলেন, 'ওর আমায় সবথেকে খারাপ কোচের তকমা দেওয়ার বিষয়টা আমার একেবারেই পছন্দ হয়নি। ওর মতো এমন চিন্তাধারা খুব কম ফুটবলারেরই রয়েছে। তবে অনেক সময়ই কোচেদের বাধ্য হয়েই কিছু সিদ্ধান্ত নিতে হয় যা খেলোয়াড়দের পছন্দ নাও হতে পারে। আমার ওর জন্য কিছুটা করুণাই হয়। মেম্ফিস আমার পাশেই বসে। ওরও একসময় এমটাই মনে হত। এখন তো আমাদের মধ্যে কার্যত একে অপরকে চুমু খাওয়ার মতো সম্পর্ক।'


ক্ষুব্ধ লিওনেল স্কালোনি


নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্তিনা দল। তবে সেই ম্যাচের আগেই আর্জেন্তাইন শিবিরে চোট আশঙ্কা। অ্যাঙ্খেল দি মারিয়া এখনও মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। উপরন্তু, কোয়ার্টারে রদ্রিগো দি পলের মাঠে নামা নিয়েও তৈরি হয়েছে সংশয়। ম্যাচের আগে দলের তারকাদের চোট নিয়ে প্রশ্ন করা হলে খানিক ক্ষুব্ধই হলেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।


দি পলের চোটের খবর প্রকাশ্যে আসার ফলেই ক্ষুব্ধ স্কালোনি। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা তো বন্ধ দরজার পিছনে নিজেদের অনুশীলন সেরেছি। তা সত্ত্বেও আপনারা কেন আমায় দি পলের চোটের বিষয়ে প্রশ্ন করছেন? আপনারা কি নেদারল্যান্ডসকে সাহায্য করতে চান? মিডিয়ায় এমনভাবে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়াটা আমাদের জন্য় একেবারেই ভাল খবর নয়। এখনও আরেকবার আমরা অনুশীলন করব এবং তারপরেই রদ্রিগো ও দি মারিয়া খেলতে পারেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোন সিস্টেমে খেলব সেটা দলের উইঙ্গাররা শারীরিকভাবে কতটা ফিট তার ওপরেই নির্ভরশীল। যে সব খেলোয়াড়রা সম্পূর্ণ ফিট, তারাই মাঠে নামবেন।'