FIFA WC 2022 Qatar Live: মেসি-আলভারেজ যুগলবন্দিতে গোলের বন্যা, ৩-০ জিতে ফাইনালে আর্জেন্তিনা
FIFA WC 2022 Semifinal, Croatia vs Argentina: আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া, দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে।
৫ মিনিট সংযুক্ত সময় দিয়েছিলেন রেফারি। তাতে ফল পাল্টায়নি। ৩-০ গোলে দিতে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা।
৮৫ মিনিট। পরপর কয়েকটি আক্রমণ তুলে আনলেও ব্যবধান কমাতে ব্যর্থ ক্রোয়েশিয়া।
৬৯ মিনিট। কার্যত একক কৃতিত্বে মাঝমাঠ থেকে বল নিয়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়লেন মেসি। ক্রোয়েশিয়ার চারজন ডিফেন্ডারকে কাটিয়ে অবিশ্বাস্য পাস। গোল করতে ভুল করেননি আলভারেজ। আর্জেন্তিনা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে।
৬২ মিনিটে ফ্রি কিক থেকে লভরেনের হেড রুখে দিলেন এমিলিয়ানো মার্তিনেজ।
৬১ মিনিট। কৌশল বদলালেন স্কালোনি। লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে নামলেন লিসান্দ্রো মার্তিনেজ।
৫৭ মিনিট। আক্রমণে ঝড় আর্জেন্তিনার। দুরন্ত গতিতে বক্সে ঢুকে পড়লেন মেসি। গোলকিপারকে একা পেয়েও অবশ্য গোল করতে পারলেন না।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন ক্রোয়েশিয়ার। সোসা ও পাসালিচের পরিবর্তে নামলেন ভ্লাসিচ ও ওরসিচ।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Fifa World Cup 2022) সেমিফাইনালের প্রথমার্ধেই গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই সঙ্গে গড়ে ফেললেন নতুন এক নজির। গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে ১০ গোল ছিল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতের ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্তিনার অধিনায়ক। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল মেসির।
৪ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। আর কোনও গোল হয়নি। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্তিনা।
৪২ মিনিট। কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের হেড দুরন্তভাবে বাঁচালেন লিভাকোভিচ।
৩৮ মিনিট। দুরন্ত গোল হুলিয়ান আলভারেজের। প্রায় ৪০ গজ দৌড়ে ২-০ করলেন।
৩২ মিনিট। আলভারেজকে ফাউল ক্রোট গোলকিপার লিভাকোভিচের। পেনাল্টির সিদ্ধান্ত রেফারির। পেনাল্টি থেকে গোল মেসির। আর্জেন্তিনা এগিয়ে গেল ১-০ গোলে।
৩০ মিনিট। মদ্রিচের পাস ধরে পেরিসিচের শট লক্ষ্যভ্রষ্ট।
২৪ মিনিট। ক্রোয়েশিয়া বক্সে পরপর আক্রমণ আর্জেন্তিনার। এনজো ফার্নান্দেজের শট রুখে দিলেন গোলকিপার লিভাকোভিচ।
১৫ মিনিট: প্রথম কর্নার পেল ক্রোয়েশিয়া। তবে লাভ হল না। ম্যাচের ফল ০-০।
১৩ মিনিট: বক্সের কাছে ফাউল মেসিকে। পেনাল্টির আবেদন আর্জেন্তিনার, খারিজ রেফারির।
১৩ মিনিট: আর্জেন্তিনার বলের দখল ৩৩ শতাংশ। ক্রোয়েশিয়ার ৫৪ শতাংশ।
৯ মিনিট: পেরিসিচের লং থ্রো বক্স থেকে হেড করে বিপন্মুক্ত করলেন রোমেরো।
৪ মিনিট: ত্যাগলিফিয়াকোর উদ্দেশে লং পাস বাড়ালেন দি পল। ক্রোয়েশিয়া বক্সে প্রথম আক্রমণ আর্জেন্তিনার।
বিশ্বকাপে ২ বার মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া। দুই দলই জিতেছে একবার করে।
মাঠে নেমে পড়লেন মেসি-মদ্রিচরা। আর্জেন্তিনার জাতীয় সঙ্গীত গাওয়া হল। তারপরই ক্রোয়েশিয়ার জাতীয় সঙ্গীত।
মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia) ম্যাচ খেলাবেন কে, জানতে উদগ্রীব হয়েছিলেন অনেকে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, লিওনেল মেসিদের ম্যাচ খেলাবেন দানিলে অরসাতো। চলতি বিশ্বকাপে এটা হবে তাঁর তৃতীয় ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার বনাম ইকুয়েডর দ্বৈরথ পরিচালনা করেছিলেন তিনি। গ্রুপ পর্বে আর্জেন্তিনা বনাম মেক্সিকো ম্যাচে পর্যবেক্ষক ছিলেন ইতালির অরসাতো। ৪৭ বছরের অরসাতো বিশ্বফুটবলের বেশ পরিচিত রেফারি।
আগের ম্যাচের দলই ধরে রাখল ক্রোয়েশিয়া। ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছেন দালিচ।
কার্ড সমস্যায় না থাকা আকুনা ও মন্তিয়েলের পরিবর্তে আর্জেন্তিনার প্রথম একাদশে খেলছেন ত্যাগলিয়াফিকো ও পারেদেস।
আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনের খবর অনুযায়ী, লুকা মদ্রিচদের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে খেলবেন না অ্যাঙ্খেল দি মারিয়া। তাঁকে পরিবর্ত হিসাবেই ভাবা হয়েছে। প্রথম দলে ফিরছেন লিয়ান্দ্রো পারেদেস। সৌদি আরবের বিরুদ্ধে যিনি শুরু থেকে খেলেছিলেন। কিন্তু সেই ম্যাচে বিস্ময়কর পরাজয়ের পর আর শুরু থেকে খেলেননি পারেদেস। নেমেছেন পরিবর্ত হিসাবে।
বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্তিনা। সেই রেকর্ড কি অক্ষুণ্ণ থাকবে কাতারেও?
প্রেক্ষাপট
দোহা: ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। যে ম্যাচকে লিওনেল মেসি (Lionel Messi) বনাম লুকা মদ্রিচ (Luka Modric) দ্বৈরথ হিসাবেও দেখছেন অনেকে।
আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া, দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে। আর্জেন্তিনা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েছিল। তার পরেও ২-২ ফলে শেষ হয় ৯০ মিনিট। অতিরিক্ত সময়ে কোনও দলই গোল পায়নি। টাইব্রেকারে বিপক্ষের ২টি শট রুখে দিয়ে নায়ক আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের দুরন্ত গোলে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ইভান পেরিসিচ সমতায় ফেরান ক্রোটদের। তারপর টাইব্রেকারে জিতে শেষ চারে পৌঁছয় ক্রোয়েশিয়া।
আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া। রেকর্ড বলছে, টক্কর হয়েছে সেয়ানে সেয়ানে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু উদ্বেগ কাটিয়ে মাঠে নেমেছিলেন। সেমিফাইনালেও দলের অন্যতম প্রধান ভরসা রদ্রিগো দি পল (Rodrigo De Paul)। আর্জেন্তিনার মাঝমাঠের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করছে তাঁর ওপর।
সেই রদ্রিগো দি পল সেমিফাইনালের আগে শপথ নিলেন, মাঠে নিজেদের সর্বস্ব নিংড়ে দেবেন। সোশ্যাল মিডিয়ায় দি পল লিখেছেন, 'সমর্থকদের জন্য, দেশের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ব। সবাই এককাট্টা হয়ে'। দি পলের বার্তা সকলের মন জিতে নিয়েছে। আর্জেন্তিনার সমর্থকরা বলছেন, দল উত্তেজনায় ফুটছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই আত্মবিশ্বাস কাজে দেবে।
বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্তিনা। সৌদি আরবের বিরুদ্ধে হার দিয়ে শুরু করেছিল এবারের অভিযান। কিন্তু তারপর থেকেই ঘুরে দাঁড়িয়েছেন লিওনেল মেসিরা। নেদারল্যান্ডসকে হারিয়ে উঠে এসেছে সেমিফাইনালে। সেই জয়ের পর রদ্রিগো দি পল সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই দি পলের অঙ্গীকার। যা আশাবাদী করে তুলছে সমর্থকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -