FIFA WC 2022 Qatar Live: মেসি-আলভারেজ যুগলবন্দিতে গোলের বন্যা, ৩-০ জিতে ফাইনালে আর্জেন্তিনা

FIFA WC 2022 Semifinal, Croatia vs Argentina: আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া, দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে।

ABP Ananda Last Updated: 14 Dec 2022 02:30 AM

প্রেক্ষাপট

দোহা: ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। যে ম্যাচকে লিওনেল মেসি (Lionel Messi) বনাম লুকা মদ্রিচ (Luka Modric) দ্বৈরথ হিসাবেও দেখছেন অনেকে।আর্জেন্তিনা...More

FIFA WC 2022 Qatar Live: ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা

৫ মিনিট সংযুক্ত সময় দিয়েছিলেন রেফারি। তাতে ফল পাল্টায়নি। ৩-০ গোলে দিতে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা।