দোহা: আজ মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA WC 2022) প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন (Spain vs Morocco)। সেই ম্যাচের আগেই সতীর্থদের কড়া সতর্কবার্তা দিয়ে রাখলেন স্পেন তারকা পেদ্রি (Pedri)। প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে হারতে হয়েছিল লা রোহাকে। প্রথমার্ধ শেষে এগিয়ে থাকলেও, মিনিট তিনেকের মধ্যেই জোড়া গোল হজম করার পর আর ম্যাচে গোল করতে পারেনি স্পেন। প্রেদি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, মরক্কো ম্যাচে এমনভাবে একাগ্রতা হারালে কিন্তু স্পেনকে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে তার খেসারত দিতে হতে পারে।


পেদ্রির সতর্কবার্তা


জাপানের বিরুদ্ধে ম্যাচের সিংহভাগ সময় দাপট দেখিয়েও হতাশাজনক পরাজয় দলকে বড় ধাক্কা দিয়েছে, মত প্রেদির। মরক্কো ম্যাচের আগে তিনি বলেন, 'শেষ ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। ম্যাচের ফলাফলটা মেনে নেওয়াটা আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। জাপানের বিরুদ্ধে একেবারেই আমরা এমন ফলাফলের আশা করিনি। তবে সৌভাগ্যবশত আমাদের কাছে আরেকটা সুযোগ রয়েছে। এরপর থেকে সবকয়টি ম্যাচই আমাদের জন্য মরণ-বাঁচন ম্যাচ। ম্যাচগুলিতে যদি ১০ মিনিটের জন্যও আমাদের একাগ্রতা ভঙ্গ হয়, তাহলে কিন্তু সেটা আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা যদি একটিও গোল হজম করলেও, ওই এক গোলই আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট।'


ম্যাচের অনুভূতি


এক সময় জার্মানির বিরুদ্ধে কোস্তা রিকা এগিয়ে যাওয়ায় গোলপার্থক্যে স্পেন কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যেতে বসেছিল। শেষমেশ জার্মানি ৪-২ গোলে ম্যাচ জিতে যাওয়ায় গোলপার্থক্যে স্পেন বিশ্বকাপের শেষ ১৬-তে নিজেদের জায়গা পাকা করে। সেই ম্যাচের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে পেদ্রি বলেন, 'আমি বারবার স্কোরবোর্ডের দিকেই দেখছিলাম। যদি দেখি কোস্তা রিকা দ্বিতীয় স্থানে চলে গিয়েছে এবং আমরা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে বসেছি, তখন সব ভুলে যে কোনও উপায়ে আমি গোল করতে উঠে পড়ে লেগেছিলাম। সেই প্রচেষ্টার মাঝে বুঝিইনি কখন জার্মানি আবার ওই ম্যাচে এগিয়ে গিয়েছে। গোটা ম্যাচ জুড়েই আমি বিরাট চাপে ছিলাম।'


প্রসঙ্গত, মরক্কো কিন্তু বেলজিয়াম, কানাডা এবং ক্রোয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে ছিল এবং সেই গ্রুপ থেকেই শীর্ষে থেকে তারা বিশ্বকাপের নক আউটে পৌঁছয়। তাই স্প্যানিশ কোচ লুইস এনরিকে হাকিম জিয়েখদের হালকাভাবে নেওয়ার ভুল হয়তো করবেন না।


আরও পড়ুন: পেলের জন্যই বিশ্বকাপ জিততে চাই, কোয়ার্টার ফাইনালে উঠেই জানালেন ভিনিসিয়াস