নয়াদিল্লি: 'ফিফা বিশ্বকাপ ২০২২'-এর (FIFA World Cup 2022) সমাপ্তি অনুষ্ঠানে বলিউডি ছোঁয়া। রবিবার, ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল। লিওনেল মেসির আর্জেন্তিনা (Argentina) ও কিলিয়ান এমবাপের ফ্রান্সের (France) ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের তারকা শিল্পী নোরা ফতেহি (Nora Fatehi)। শনিবার সকালে 'ফিফা ওয়ার্ল্ড কাপ'-এর অফিসিয়াল হ্যান্ডল থেকে ট্যুইট করে এমনটাই জানানো হয়েছে। 


বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নোরার নাচ


শনিবার সকালে 'ফিফা ওয়ার্ল্ড কাপ'-এর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়, 'রবিবার এক মনে রাখার মতো রাত হতে চলেছে! কাতার ২০২২ ফাইনালের আগে, ফিফা ওয়ার্ল্ড কাপ সাউন্ডট্র্যাক তারকা ডেভিডো ও আইশা, ওজুনা ও জিমস, এবং নোরা ফতেহি, বলকিস, রাহমা রিয়াদ ও মানালের লাইভ পারফর্ম্যান্স থাকবে।'


এর আগে দোহায় আল বিদ্দা পার্ক আয়োজিত 'ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ ফ্যান ফেস্টিভ্যাল'-এও পারফর্ম করেছিলেন নোরা। 'ও সাকি সাকি'-সহ একাধিক বলিউড গানে নাচ করেন নোরা। তিনি 'ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২'-এর অফিসিয়াল গান 'লাইট দ্য স্কাই'-এও নৃত্য পরিবেশন করেন।                                                      


নিজের পারফর্ম্যান্সের পর নোরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'সেই মুহূর্ত যখন আপনি বিশ্বকাপ স্টেডিয়ামে আপনার কণ্ঠস্বর শুনতে পান... এটি এমন মাইলফলক যা সফরটিকে আরও মূল্যবান করে তোলে!'         


                                        






আরও পড়ুন: FIFA WC 2022: মেসির খেলায় উদ্বুদ্ধ দল, আর্জেন্তিনার বিশ্বজয়ের পূর্বাভাস পাচ্ছেন বাতিস্তুতা


ভারতীয় চলচ্চিত্র জগত তথা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম নোরা ফতেহি। কাজ করেছেন অজস্র মিউজিক ভিডিওয়। বিভিন্ন সিনেমার আইটেম গানেও তাঁকে দেখা যায়। অন্যদিকে, রবিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে আর্জেন্তিনা ও ফ্রান্সের হাড্ডাহাড্ডি লড়াই।