কাতার: চলতি বছরের ২১ নভেম্বর থেকেই শুরু হওয়ার কথা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022)। তবে খবর অনুযায়ী এগিয়ে আসছে বিশ্বকাপ শুরুর দিন। ২১ নভেম্বর নয়, বরং ২০ নভেম্বর নাকি শুরু হতেছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)।


কাতার বিশ্বকাপের সূচি বদল


গ্রুপ 'এ'-তে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগালের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে ২১ নভেম্বর আদপে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। তবে আয়োজক দেশ কাতারকেই প্রথম ম্যাচে মাঠে নামাতে উদ্যোগী ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই কারণেই এই দিন বদলের সিদ্ধান্ত। গ্রুপ 'এ'-তেই রয়েছে কাতার এবং ইকুয়েডর। এই দুই দলের ম্যাচের মাধ্যমেই ফিফা আসন্ন বিশ্বকাপের আসর শুরু করতে চাইছে বলে খবর। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তবে এই বিষয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। 


বিশ্বকাপের দিনক্ষণ সরকারিভাবে এগিয়ে আনার জন্য ফিফা কাউন্সিলের তরফে এই বিষয়ে সম্মতি দেওয়ার প্রয়োজন। সেই কাউন্সিলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি সমস্ত মহাদেশীয় সংস্থার প্রধানরাও রয়েছেন। তাঁরা সকলে মিলে এই বিষয়ে সম্মতি দিলেই সরকারিভাবে কাতার বিশ্বকাপ ২১ নভেম্বরের বদলে ২০ নভেম্বর থেকে শুরু হবে। তবে মনে করা হচ্ছে এই অনুমতি পাওয়া কেবল সময়ের অপেক্ষামাত্র। এর ফলে ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু হবে এবং চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।


বিশ্বকাপের প্রথম ম্যাচ


ঐতিহাসিকভাবে বরাবরই আয়োজক দেশ সাধারণত বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামে। জার্মানি ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে হারিয়েছিল কোস্টারিকা, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো ২০১০ সালে ১-১ প্রথম ম্যাচ ড্র করেছিল। ব্রাজিল ২০১৪ সালে ক্রোয়েশিয়াকে পরাজিত করে এবং রাশিয়া গত বারের বিশ্বকাপে সৌদি আরবকে পরাস্ত করেছিল। ২০০২ সালে শেষবার আয়োজক দেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেনি। সেইবার দক্ষিণ কোরিয়া ও জাপানে আয়োজিত বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগাল তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করেছিল। আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ম্যাচ দিয়েই শুরু হত বিশ্বকাপ, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতি বদলে আয়োজক দেশ প্রথম ম্যাচে খেলা শুরু করে। এবারের বিশ্বকাপেও সম্ভবত সেই রীতি চালু থাকবে বলেই মনে হচ্ছে। 


আরও পড়ুন: বার্মিংহামে সোনাজয়ী সিন্ধুকে হিন্দিতে টোটকা দিয়েছিলেন কোরীয় কোচ!