দোহা: বিশ্বকাপের (Football World Cup) শেষ ষোলোর ম্যাচে রবিবার ফ্রান্সের মুখোমুখি পোল্যান্ড (France vs Poland)। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফেভারিট হিসাবে বেছে নিচ্ছেন সকলেই। তবে প্রতিপক্ষকে সমীহ করছেন দিদিয়ে দেশঁ। ফ্রান্সের কোচ বলছেন, পোল্যান্ডকে প্রাপ্য মর্যাদা দিতে হবে।
২০০৬ সালের ব্রাজিলের পর পর থেকে এই প্রথম কোনও বিশ্বচ্যাম্পিয়ন দেশ পরের বিশ্বকাপের নক আউট পর্বে গিয়েছে। গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছিলেন কিলিয়ান এমবাপেরা। তিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচে প্রথম দলের এক ঝাঁক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন দেশঁ। আর সেই ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল ফ্রান্স। তিউনিশিয়া ১-০ গোলে ম্যাচ জিতেছিল।
তারপরই যেন নড়েচড়ে বসেছেন ফরাসি কোচ। দেশঁ বলছেন, 'এখনকার দিনে ফুটবল মাঠে কোনও শক্তিশালী দেশও তৈরি না থাকলে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়চে পারে।'
গ্রুপ সি থেকে আর্জেন্তিনার পর দ্বিতীয় দল হিসাবে নক আউটে উছেঠে পোল্যান্ড। রবার্ট লেয়নডস্কিদের নিয়ে দেশঁ বলেছেন, 'সব ম্যাচই কঠিন। সব দলই ভালভাবে প্রস্তুত হয়ে এসেছে। সব ফুটবলাররাই প্রথম সারির লিগগুলিতে খেলে। পোল্যান্ড দলটি প্রথম তিন ম্যাচেই রক্ষণে জোর দিয়েছে। আর খুব ভালভাবে রক্ষণ সামলেছে। রক্ষণ সামলাতে ওরা পছন্দ করে। ওদের দলে অনেক অভিজ্ঞ ফুটবলার রয়েছে। এই দলটা যোগ্য হিসাবেই নক আউটে পৌঁছেছে। এই দলটিকে সমীহ করতেই হবে।'