দোহা: দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। কিলিয়ান এমবাপেকে নিয়ে যখন ফ্রান্সের সমর্থকেরা স্বপ্ন দেখছেন, তখন নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন। সেই অলিভিয়ের জিহু (Olivier Giroud) রবিবার ফ্রান্সের হয়ে পোল্যান্ডের বিরুদ্ধে গোল করলেন। সেই সঙ্গে জাতীয় দলের জার্সিতে গড়লেন নতুন রেকর্ড।
ফ্রান্সের জার্সিতে ৫২টি গোল হয়ে গেল জিহুর। তিনি ভেঙে দিলেন থিয়েরি অঁরির রেকর্ড। ফ্রান্সের হয়ে ৫১টি গোল ছিল অঁরির। সেই রেকর্ড পেরিয়ে নতুন মাইলফলক তৈরি করলেন জিহু।
১৯৯৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন অঁরি। দেশের জার্সিতে ৫১টি গোল ছিল তাঁর। ফ্রান্স ফুটবলে কিংবদন্তি অঁরি। সেই তুলনায় জিহু কখনওই প্রচারের আলো পাননি। এমনকী, করিম বেঞ্জেমা ছিটকে না গেলে প্রথম দলে সুযোগই হতো না জিহুর। ব্যালঁ ডি'অর জয়ী বেঞ্জেমা চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। সেই কারণে সুযোগ পান জিহু। আর সুযোগ পেয়েই ফের গোলের দৌড় চলছে ফরাসি তারকার।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন জিহু। সেদিনই অঁরির সঙ্গে একাসনে বসেন তিনি। ৫১ গোলের রেকর্ড স্পর্শ করেন। রবিবার সেই রেকর্ড ভেঙে দিলেন জিহু। পোল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে জিহুর গোলেই এগিয়ে গিয়েছিল ফ্রান্স। পরে অবিশ্বাস্য দুটি গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে।
ফ্রান্সের হয়ে কেরিয়ারের ১১৭তম ম্যাচে নেমেছিলেন জিহু। এমনিতেই দেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড নিজের দখলে নিয়েছেন জিহু। বুধবার প্রথমার্ধে বাঁ পায়ের জোরাল শটে ১-০ করার সময় জিহুর বয়স ৩৬ বছর পেরিয়েছে।
২০১৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। কিন্তু প্রবল সমালোচিত হয়েছিলেন জিহু। কারণ, সেই বিশ্বকাপে গোল লক্ষ্য করে কোনও শটই মারতে পারেননি তিনি। যদিও এবারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন জিহু।
আরও পড়ুন: মেসি অবিশ্বাস্য, বললেন মারাদোনার বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার কোচ