বেলো হরাইজন্তে: কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল। আজ প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। একটি করে গোল করেন রাফিনহা, ফিলিপে কুটিনহো, অ্যান্টনি ও রডরিগো। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে শীর্ষেই থাকল ব্রাজিল। অন্যদিকে, ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে প্যারাগুয়ে। তাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের কোনওরকম সম্ভাবনা নেই।


আজ অন্য ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল আর্জেন্তিনা। একমাত্র গোল করেন লটারো মার্টিনেজ। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল আর্জেন্তিনা। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে কলম্বিয়া।


১৯৩০ থেকে এখনও পর্যন্ত যতবার বিশ্বকাপ হয়েছে, ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপ খেলেছে। এবারও বিশ্বকাপে নিশ্চিতভাবেই খেলবে ব্রাজিল। নেমারকে ছাড়াই যেভাবে পরপর দুই ম্যাচে অনায়াস জয় পেল ব্রাজিল, তাতে দল নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। এরপর ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন ফিলিপে কুটিনহো। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্টনি। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান রডরিগো।


আজ ব্রাজিল ব্যবধান বাড়াতে পারত। ম্যাচের ৯৩ সেকেন্ডেই জালে বল জড়িয়ে দেন রাফিনহা। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করার পর সেই গোল বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে রাফিনহার একটি ভলি পোস্টে লেগে ফিরে আসে। তিনি একটি সহজ সুযোগ নষ্টও করেন।


আর্জেন্তিনা টানা ২৯টি ম্যাচ অপরাজিত। মেসিকে ছাড়াই পরপর জয় পাচ্ছে তারা। কলম্বিয়ার বিরুদ্ধেও জয় পেতে কোনও সমস্যা হল না আর্জেন্তিনার। ২৯ মিনিটে একমাত্র গোল করেন মার্টিনেজ। এই জয়ের ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্তিনা।