দোহা: সুপার সানডের অপেক্ষায় গোটা বিশ্ব। কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মুখোমুখি আর্জেন্তিনা ও ফ্রান্স (Argentina vs France)। যে লড়াইয়ের উন্মাদনা ছুঁয়ে যাচ্ছে বলিউডকেও।


শাহরুখ খান যেমন। সামনে তাঁর ছবি পাঠানের মুক্তি। এসআরকে অবশ্য মেতে রয়েছেন ফুটবল বিশ্বকাপ নিয়ে। ফাইনাল দেখবেন কিংগ খান। শনিবার ট্যুইটারে আস্ক এসআরকে হ্যাশট্যাগে ভক্তদের সঙ্গে কথোপকথন সারলেন শাহরুখ। ১৫ মিনিট হওয়ার কথা থাকলেও সেই আড্ডা গড়াল এক ঘণ্টা। আর উঠে এল বিশ্বকাপ প্রসঙ্গও। 


ফেভারিট কে? শাহরুখের জবাব, 'হৃদয় মেসির জন্য উদ্বেলিত হয়'। তবে লিওনেল মেসির স্তুতি করলেও, ফরাসি তারকা কিলিয়ান এমবাপের ফুটবল নিয়েও মুগ্ধ বাদশা। বলেছেন, 'এমবাপের খেলা দেখা চোখের আরাম'।


লিওনেল মেসি (Lionel Messi) কি কেরিয়ারের শেষ বিশ্বকাপে সোনালি ট্রফি জয়ের স্বাদ পাবেন? নাকি ফের একবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বেন কিলিয়ান এমবাপে?


 




গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মেসি-ভক্তের প্রার্থনা, একবার অন্তত বিশ্বচ্যাম্পিয়ন হোন আর্জেন্তিনার মহানায়ক। মেসি বিশ্বকাপে রয়েছেন দুরন্ত ফর্মে। নিজে ৫ গোল করে রয়েছেন সোনার বুট জয়ের দৌড়ে। সেই সঙ্গে বাড়াচ্ছেন গোলের ঠিকানা লেখা পাস। যে পাস ধরে গোল করে যাচ্ছেন কখনও হুলিয়ান আলভারেজ। কখনও নাহুয়েল মোলিনা।                         


পিছিয়ে নেই এমবাপেও। তাঁর দুরন্ত গতি যে কোনও প্রতিপক্ষ রক্ষণভাগের আতঙ্ক। চলতি বিশ্বকাপে মেসির মতোই ৫ গোল করেছেন এমবাপেও। তিনিও সোনার বুট জয়ের দৌড়ে রয়েছেন। এমবাপে চাইবেন, পরপর দুবার বিশ্বকাপ জিতে নজির গড়তে। পেলে-মারাদোনার মতো কিংবদন্তিও যে কীর্তি স্পর্শ করতে পারেননি।                       


আরও পড়ুন: মেসি ম্যাজিকে মুগ্ধ কাফুও , আর্জেন্তিনার বিশ্বজয় দেখতে চান প্রাক্তন ব্রাজিল অধিনায়ক