দোহা: পরপর দুই বিশ্বকাপের (Fifa World Cup) ফাইনালে ওঠার সুযোগ তাঁর প্রশিক্ষণাধীন দলের। তবে আর্জেন্তিনার বিরুদ্ধে সেমিফাইনালের আগে ফুরফুরে মেজাজে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। বলছেন, 'ম্যাচে যাই হোক না কেন, ক্রোয়েশিয়ার এই দলকে নিয়ে যা অর্জন করেছি আমি গর্ব করব। আমি স্বপ্ন দেখতাম জাতীয় দলকে কোচিং করানোর। কিন্তু পরপর দুই বিশ্বকাপে এত দূর পৌঁছব ভাবতে পারিনি।'


কোয়ার্টার ফাইনালের আগে উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফান হাল। দালিচ অবশ্য সেই পথে হাঁটার মানুষ নন। আর্জেন্তিনাকে সমীহ করছেন। 'ওরা দারুণ দল। মেসি মধ্যমণি। আমরা জানি ও কী করতে পারে। তবে আমি আশাবাদী। ফুটবলারদের ওপর আস্থা রয়েছে। আর্জেন্তিনার শক্তিশালী দিকগুলো জানি। তবে আমরা নিজেদের ফুটবলে জোর দিচ্ছি,' বলছেন দালিচ।


ক্রোট কোচ যোগ করছেন, 'পরপর দুবার বিশ্বকাপে এত দূর আসতে পারা অবিশ্বাস্য। তবে আমরা আরও এগতে চাই। দলে কোনও চোট-আঘাত নেই। সকলেই উৎসাহে ফুটছে। কেউ ক্লান্ত নয়। আগের ম্যাচগুলির মতোই আমাদের সব কিছু উজাড় করে দেব।'


রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। তবে দালিচের কথায়, 'এবারের ম্যাচটা আলাদা হবে। আগেরবার ছিল গ্রুপ পর্বের ম্যাচ। এবারেরটা নক আউট। ক্রোয়েশিয়া ও আর্জেন্তিনা দুই দলই এগতে পারে। আর্জেন্তিনা অসাধারণ একটা দল। বিশ্বের অন্যতম সেরা। ওরা কী করতে পারে জানি। ওদের মেসি আছে। আর রয়েছে নাছোড় মানসিকতা। তবে আমার মনে হয় আমাদের তুলনায় ওরা বেশি চাপে থাকবে।'


আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া, দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে। আর্জেন্তিনা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েছিল। তার পরেও ২-২ ফলে শেষ হয় ৯০ মিনিট। অতিরিক্ত সময়ে কোনও দলই গোল পায়নি। টাইব্রেকারে বিপক্ষের ২টি শট রুখে দিয়ে নায়ক আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।


অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের দুরন্ত গোলে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ইভান পেরিসিচ সমতায় ফেরান ক্রোটদের। তারপর টাইব্রেকারে জিতে শেষ চারে পৌঁছয় ক্রোয়েশিয়া।


আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া। রেকর্ড বলছে, টক্কর হয়েছে সেয়ানে সেয়ানে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।


আরও পড়ুন: ফিরছেন ঈশান, ইডেনে ৪ পেসারে উত্তরপ্রদেশকে ঘায়েল করার অঙ্ক অধিনায়ক মনোজের