নয়া দিল্লি: ফিরে এল গালওয়ানের (Galwan) স্মৃতি। ফের উত্তপ্ত হল ভারত (India)-চিন (China) সীমান্ত। এবার অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় সংঘর্ষে লিপ্ত হয় দুই দেশের সেনা। সূত্রের তরফে এবিপি নিউজ জানতে পারে, এই সংঘর্ষের জেরে ৩০ জনের বেশি সেনারা আহত হয়েছে।                                     


তাওয়াংয়ে এই সংঘর্ষের জেরে ছ'জন সেনাকে চিকিৎসার জন্য গুয়াহাটিতে আনা হয়েছে। সূত্রের খবর, ভারতীয় সেনাদের থেকে এই সংঘর্ষে চিনা সেনারা আহত হয়েছে বেশি। এএনআই-কে সেনাসূত্র জানিয়েছে, "তাওয়াং এ ভারতীয় সেনারা চিনা সেনাদের উপযুক্ত জবাব দিয়েছে। আহত চিনা সেনাদের সংখ্যা ভারতীয়দের থেকে বেশি। চিনারা প্রায় ৩০০ সেনা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু তৈরি ছিল ভারতীয় সেনারাও।" ভারতীয় সেনার দাবি, ভারতের তুলনায় চিনের লালফৌজের বেশি সংখ্যক জওয়ান জখম হয়েছেন। তবে সরকারিভাবে দু’তরফের কোনও প্রতিক্রিয়া মেলেনি।






তবে ৯ ডিসেম্বর চিনা সেনা এবং ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পরপরই সেখান থেকে দুই দেশের বাহিনী সরে যায়। ফলে সংঘর্ষ আর বেশি দূর এগোয়নি। প্রসঙ্গত এর আগে ২০২০ সালে ১৫ জুন গালওয়ানেও ঠিক একইভাবে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় বাহিনী। গালওয়ানে সংঘর্ষের জেরেও ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। যার জেরে ভারত, চিন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।                                                                                                                


সূত্রের খবর, ২০২১ সালে অক্টোবর মাসেও একই এলাকায় ঢুকে পড়েছিল বহু সংখ্যক চিনা সেনা।সেই সময়ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। তবে সেবার এত মারাত্মক আকার নেয়নি সংঘর্ষ। এবার দু’পক্ষের মধ্য়ে জোরদার সংঘর্ষ বাঁধে বলেই সূত্রের খবর।