ভুবনেশ্বর:  দিন পাঁচেক আগে কুয়েতে গিয়ে কুয়েতকে হারিয়ে এলেও ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে ম্যাচ যে মোটেই সহজ হবে না, তা খুব ভাল করেই জানেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। ফিফা ক্রমতালিকায় ৪১ ধাপ এগিয়ে থাকা কাতার এশিয়ার সেরা ফুটবলখেলিয়ে দেশগুলির অন্যতম। গত বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে তারা তাতে অংশও নেয়। যদিও কোনও ম্যাচেই জিততে পারেনি। সাত গোল খেয়ে মাত্র এক গোল দিতে পেরেছিল।

এশিয়ার ফুটবলের নিরিখে কাতার অবশ্য বেশ ভাল জায়গায় রয়েছে। গতবারের এএফসি এশিয়ান কাপ তাদের হাতেই উঠেছিল। অবশ্য সেই সাফল্যের তিন মাসের মাথায় বিশ্বকাপের বাছাই পর্বে ভারত তাদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তাদেরই ঘরের মাঠে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও যে ভাল তাও বলা যায় না। এ বছর ১৫টি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জিতেছে তারা।


কাদের ম্যাচ?


আজ ২১ নভেম্বর, ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে খেলতে নামবে ভারত









ম্যাচটি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে সন্ধে ৭টায়। কিক অফের আগে টস হবে


কোথায় দেখবেন


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমায় সরাসরি দেখা যাবে খেলার লাইভ স্ট্রিমিং



এই অবস্থায় কাতারকে কি আটকানো বা হারানো সম্ভব ভারতের পক্ষে? যারা কয়েকদিন আগেই বিশ্বকাপ বাছাই পর্বে তাদের প্রথম অ্যাওয়ে-উইন নিয়ে দেশে ফিরেছে, তাদের পক্ষে কি কাতারের মতো শক্তিশালী প্রতিপক্ষকে নিদেনপক্ষে আটকানোও সম্ভব নয়?

কী বলছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ? সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এই ম্যাচে আমাদের হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। তাই অল আউট যাওয়াই ভাল। বাইরের বিষয়গুলো তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের পারফরম্যান্সের ওপর নিয়ন্ত্রণ আনতে পারি মাত্র। আমরা শুধু ৯০ মিনিট ধরে নিজেদের সেরাটা দিতে পারি”।

কোচ চান তাঁর দল ধারাবাহিক হোক। কুয়েতে যে পারফরম্যান্স তাঁর দল দেখিয়েছে, সে রকমই বা তার চেয়েও ভাল পারফরম্যান্স এই ম্যাচে দিক তাঁর দল। গতবার কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর যেমন বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে ভারত, এ বারও যেন সে রকম না হয়। গতবার ধারাবাহিকতার অভাবেই ভুগে তৃতীয় রাউন্ডে ওঠার দৌড়ে ব্যর্থ হয়। এ বার দলের কাছ থেকে সেই ধারাবাহিকতা চান কোচ।                                   ---- তথ্য সংগ্রহ আইএসএল