দোহা: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) তৃতীয় স্থান অর্জনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া ও মরক্কো (Croatia vs Morocco)। প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে লুকা মদ্রিচদের। অন্য়দিকে ফ্রান্সের বিরুদ্ধে হেরে খেতাবি দৌড়় থেকে ছিটকে গিয়েছে মরক্কো। এবার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ক্রোয়েশিয়া ও মরক্কো মুখোমুখি। গ্রুপ পর্বে এর আগে ক্রোয়েশিয়া ও মরক্কো পরস্পর মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। যদিও তা গ্রুপ পর্বের ম্যাচ ছিল। কিন্তু আগামীকাল কে বাজিমাত করবে?
খেলা কবে?
১৭ ডিসেম্বর, শনিবার তৃতীয় স্থান অর্জনের ম্যাচটি খেলা হবে।
কোথায় হবে খেলা?
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে।
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ৮.৩০টায় ম্যাচ হবে।
কোথায় দেখা যাবে ক্রোয়েশিয়া বনাম মরক্কো ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি দেখা যাবে।
ফাইনালে রেফারি কে?
ফ্রান্স বনাম আর্জেন্তিনা (France vs Argentina) ফাইনাল খেলাবেন কে, ঘোষণা করে দিল পোল্যান্ড ফুটবল সংস্থা। আর রেফারির নাম শুনলে, আর্জেন্তিনার ফুটবল সমর্থকেরা খুব একটা স্বস্তিতে থাকবেন না।
কারণ, ফাইনাল ম্যাচ পরিচালনা করবে পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। এই রেফারি আগেও আর্জেন্তিনা ম্যাচ খেলিয়েছেন। তাঁর সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে।
কেন পোল্যান্ড ফুটবল সংস্থা ঘোষণা করল? কারণ, সাইমন পোল্যান্ডের। পোলিশ ফুটবল সংস্থা জানিয়েছে, ফিফা-র তরফে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
লুসেইল স্টেডিয়ামে রবিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্তিনা। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথও পরিচালনা করেছিলেন সাইমন। সেই ম্যাচে একটি হ্যান্ডবলের জোরাল আবেদন উঠেছিল আর্জেন্তিনা শিবির থেকে। তা নস্যাৎ করে দেন সাইমন। ভার প্রযুক্তির সাহায্যও নেননি।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্তিনার একটি ম্যাচ খেলিয়েছিলেন সাইমন। সেই ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিলেন লিওনেল মেসিরা। সেই ম্যাচেও ক্রিস্তিয়ান পাভনকে বক্সে ফাোউল করা সত্ত্বেও একটি ন্যায্য পেনাল্টি না দেওয়ার অভিযোগ উঠেছিল সাইমনের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, সহকারী রেফারির দায়িত্ব পাবেন পাবেল সোকোলনিকি ও তোমাস লিস্তকিয়েজ।