কলকাতা: দিয়েগো মারাদোনা এসেছিলেন। তিনি বিশ্বকাপ জিতেছেন। লিওনেল মেসিও এসেছিলেন। তিনিও বিশ্বকাপ জিতেছিলেন। এবার কলকাতায় আসতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইতেই কলকাতায় পা রাখতে চলেছেন মার্তিনেজ। তিনি একটি প্রেমোশনাল ইভেন্টে অংশ নিতে শহরে আসবেন বলে জানা গিয়েছেন। কলকাতায় ২ দিন থাকবেন গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জয়ী। জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুর দিকে আসতে পারেন মার্তিনেজ। 


উল্লেখ্য, ৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা ফুটবল দল। এই জয়ে এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকা রয়েছে বিশাল। অতিরিক্ত সময়ে ৩-৩ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। বিশ্বকাপের মঞ্চে সম্ভবত নিজের শেষ ম্যাচে অবশেষে বিশ্বখেতাব জিতলেন লিওনেল মেসি। ফাইনালে জোড়া পেনাল্টি বাঁচিয়ে ফের একবার আর্জেন্তিনার হয়ে নায়ক হয়ে উঠেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে বিশ্বকাপের সেরা গোলকিপার হিসাবে গোল্ডেন গ্লাভস দেওয়া হয়।






 




 

 

আর্জেন্তিনা, তবে গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলেন কারা?" data-url="/photo-gallery/sports/fifa-wc-2022-lionel-messi-to-kylian-mbappe-full-list-of-award-winners-in-pics-942944#image8" data-storyid="942944">