নয়াদিল্লি: ৪১ বছর পর ভারতীয় হকি অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতেছে। জার্মানিতে ৫-৪ গোলে হারিয়ে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে গ্রাহাম রিডের ভারতীয় হকি দল। এরপর থেকেই দেশজুড়ে শুভেচ্ছা বন্যায় ভাসছেন মনপ্রীত সিংহ, হরমনপ্রীত সিংহরা। এবার সাফল্যের পুরস্কারও পেলেন ভারতীয় হকি দলের তারকা প্লেয়ার হরমনপ্রীত সিংহ। মহিলারা হকিতে পদক না জিতলেও পুরস্কার পেলেন গুরজিৎ কৌর। আন্তর্জাতিক হকি ফেডারশেনের সম্ভাব্য বর্ষসেরার তালিকায় এই ২ জনের নাম রয়েছে ভারত থেকে। 


সোমবার আন্তর্জাতিক হকি ফেডারেশনের তরফে যে তালিকা তৈরি করা হয়েছে তার পুরুষ বিভাগে জায়গা পেয়েছেন ভারতের হরমনপ্রীত সিংহ। অলিম্পিক্সের মঞ্চে ৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন হরমনপ্রীত। তালিকায় রয়েছেন বেলজিয়াম হকি দলের আলেকজান্ডার হেন্ড্রিক্স ও আর্থার ভ্যান ডোরেন। রুপোজয়ী অস্ট্রেলিয়া দলের আর্জান জালেস্কি, টম ব্র্যান্ড ও জেক হোয়েটনআন্তর্জাতিক হকি ফেডারেশন মনোনিত সম্ভাব্য বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন। বর্ষসেরা সম্ভাব্য কোচের তালিকায় মনোনিত হয়েছেন ভারতীয় দলের প্রশিক্ষক গ্রাহাম রিড।


সম্ভাব্য বর্ষসেরা মহিলা হকি তারকাদের তালিকায় জায়গা পেয়েছেন ভারতের গুরজিৎ কৌর। কোয়ার্টার ফাইনালে মহিলা ভারতীয় দলের একমাত্র গোলদাতা ছিলেন গুরজিৎ। তাঁর গোলেই প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে মহিলা হকিতে শেষ চারে পৌঁছেছিল ভারতীয় দল। ভারতীয় মহিলা হকি দলের কোচ সুর্ড মারিন বর্ষসেরা কোচের দৌড়ে রয়েছেন। 



অলিম্পিক্সে হকিতে নজরকাড়া পারফরম্যান্স করেছে ভারত। পুরুষ হকি দল টোকিও থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছে। আর মহিলা হকি দল পদক না পেলেও অনবদ্য লড়াই করে সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ২০২৩ সাল থেকে পরবর্তী আরও দশ বছরের জন্য ভারতীয় হকিকে স্পনসর করার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। মঙ্গলবার এমনই ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ২০১৮ সালে সাহারা সংস্থা আর্থিক তছরুপ কাণ্ডে জড়িয়ে সরে যাওয়ার পরে ভারতীয় হকির হাল ধরতে এগিয়ে এসেছিল ওড়িশা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ২০১৮ সাল থেকে পাঁচ বছরের জন্য ভারতীয় হকি দলকে ১০০ কোটি টাকা স্পনসর করেছিলেন।