ভুবনেশ্বর: হকি বিশ্বকাপে (FIH Men's Hockey World Cup 2023) নিউজিল্যান্ড-ভারতের (India vs New Zealand) এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন হকিপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দুই দলই এই ম্যাচে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়। তবে নির্ধারিত সময়ে ৩-৩ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ভারতের হয়ে ললিত, সুখজিৎ ও বরুণ কুমার তিনটি গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে স্যাম লেন, কেন রাসেল ও সন ফিন্ডলে গোল করেন। ম্যাচের মতো পেনাল্টি শ্যুট আউটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৮টি শটের পর শেষমেশ জয় পায় নিউজিল্যান্ড।


হাড্ডাহাড্ডি লড়াই


প্রথম কোয়ার্টারে দুই দলের কেউই শুরুর দিকে তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি। গোলশূন্যই শেষ হয় প্রথম কোয়ার্টার। তবে প্রথম কোয়ার্টারের সম্পূর্ণ বিপরীত, দ্বিতীয় কোয়ার্টারে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে দুই দলই। ভারতই কিন্তু এই কোয়ার্টারে প্রথম গোলটি করে। প্রতিআক্রমণে দুরন্ত গতিতে আক্রমণ করে অভিষেকের পাস থেকে টিম ইন্ডিয়াকে এগিয়ে দেন ললিত। ভারতের হয়ে নীলকান্তও নিউজিল্যান্ডের গোলে বল জড়িয়ে দেন বটে। তবে সেই গোল রিভিউয়ের পর বাতিল করা হয়। নীলকান্তের গোল বাতিল হলেও, ভারতীয় দল থেমে যায়নি।


ম্যাচে নিজেদের পঞ্চম পেনাল্টি কর্নার থেকে লিড দ্বিগুণ করে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড গোলরক্ষক ডিকসন প্রথম শট বাঁচালেও, ফিরতি বল থেকে সুখজিৎ ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন। তবে দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান কমান স্যাম লেন। দ্বিতীয় কোয়ার্টারের মতো তৃতীয় কোয়ার্টারেও দুই দলই আক্রমণাত্মক খেলা চালিয়ে যান। পেনাল্টি কর্নার থেকেই ফের একবার গোল পেয়ে যায় ভারত। ডিকসন একাধিক দারুণ সেভ করলেও, এক্ষেত্রে ব্ল্যাক স্টিকসদের রক্ষা করতে পারেননি। তবে নিউজিল্যান্ড কখনই হাল ছাড়েনি। এই কোয়ার্টার শেষ হওয়ার আগেই ম্যাচে নিজেদের প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল পায় নিউজিল্যান্ড।


কেন রাসেল কিউয়িদের হয়ে স্কোর ৩-২ করেন। চতুর্থ কোয়ার্টারে ফের আরেক পেনাল্টি কর্নার থেকে নিউজিল্যান্ডকে ম্যাচে সমতায় ফেরান সন ফিন্ডলে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ভারতীয় গোলরক্ষক পাঠক দুরন্ত এক সেভ না করলে হয়তো নিউজিল্যান্ড তখনই ম্যাচ জিতে যেত। তবে তিনি ভারতীয় দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ম্যাচ গড়ায় শ্যুট আউটে। শ্যুট আউটে ভারতের হয়ে তৃতীয় ও চতুর্থ শট থেকে যথাক্রমে অভিষেক ও শামশের গোল করতে ব্যর্থ হন। কিন্তু শ্রীজেশের দুরন্ত গোলকিপিংয়ে ভারত লড়াইয়ে টিকে থাকে।


শ্রীজেশের চোট


দুর্ভাগ্যবশত স্যাম ইহার শট বাঁচাতে গিয়ে আহত হন শ্রীজেশ। তাঁর বদলে পাঠক ভারতীয় গোলে নামেন বটে। তবে একটার বেশি শট বাঁচাতে পারেননি তিনি। শ্যুট আউটের ১৭তম শটে স্যাম লেনের গোলের পর শামশের গোল করতে ব্যর্থ হওয়ায় ৫-৪ পরাজিত হয় ভারত। এই হারের সঙ্গে সঙ্গেই ভারতের বিশ্বকাপ অভিযানও শেষ হয়ে গেল। 


আরও পড়ুন: কোন ভারতীয় তারকাকে মিনি-রোহিত বললেন প্রাক্তন পাকিস্তান বোর্ডপ্রধান রামিজ রাজা?