টোকিও: অলিম্পিক গেমসের আসর না বসলেও, উদ্বোধনী অনুষ্ঠানের আতসবাজির প্রদর্শনী দেখল টোকিওবাসী।


গত ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক্সের। কিন্তু, বিশ্বজুড়ে করোনাভাইরাস অতিমারীর জেরে তা এক বছর পিছিয়ে যায়।


এক বছর ধরে বিপুল পরিমান আতসবাজি মজুত করে রাখাটা নিরাপদ নয়। তাই অলিম্পিক্সের আয়োজকরা এই বাজি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।

এমনিতে, কোভিড-১৯ মহামারীর জেরে স্বাভাবিক জীবনের ধারা একেবারে পাল্টে গিয়েছে। তার মধ্যেই, এই আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে মানুষের মুখে কিছুটা হাসি, তাঁদের সাময়িক আনন্দ দেওয়ার চেষ্টা করেছে আয়োজকরা।


পিছনে জাপানের উচ্চতম শৃঙ্গ মাউন্ট ফুজি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তার সামনে টোকিও বন্দরের কাছে এদিন আতসবাজির প্রদর্শনী করা হয়।


এদিন রাত ৮টায় (স্থানীয় সময়) এই আতসবাজির প্রদর্শনী শুরু হয়। প্রায় আড়াই মিনিট ধরে চলে। আয়োজকদের দাবি, এই প্রদর্শনীর মাধ্যমে জাপানের পুনর্জন্মের সূচনা হল।


তবে, কোভিড-১৯ সংক্রমণের কথা মাথায় রেখে, এদিন আতসবাজি প্রদর্শনীর সময় ও স্থান জনসমক্ষে প্রকাশ করা হয়নি।


আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয়, এই আতসবাজি প্রদর্শনীর মাধ্যমে ২০২১ অলিম্পিক্সের  আগে এক বছরের কাউন্টডাউন শুরু হল।