কলকাতা: আইপিএলে প্রথমবার অধিনায়ক তিনি। সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আর এবার অধিনায়ক হিসেবে আইপিএলে নিজের প্রথম অর্ধশতরান হাঁকালেন এইডেন মারক্রাম। কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচেই ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। নিজের ইনিংসে ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।


এদিন ওপেনে নেমেছিলেন ময়ঙ্ক ও ব্রুক। ময়ঙ্ক ৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ব্রুকের সঙ্গে জুটি বাঁধেন মারক্রাম। প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলেন প্রোটিয়া তারকা। মুহূর্তের মধ্যেই ব্রুকের সঙ্গে পাল্লা দিয়ে সমান রান নিজের নামের পাশে তুলে ফেলেন। অবশেষে ২৫ বলে অর্ধশতরান করেন মারক্রাম। যদিও পরের বলে বরুণ চক্রবর্তীর শিকার হন তিনি। রাসেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। 


 






বেল বাজালেন লারা


উদ্যোগী হয়েছিলেন সিএবি সভাপতি। বৃহস্পতিবার রাতেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, হাতের কাছে যখন কিংবদন্তি রয়েছেন, তাঁকে দিয়েই ইডেন বেল (Eden Bell) বাজানো হোক। যে খবর বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে।


স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিল কেকেআর। ইডেন বেল বাজানোর জন্য বেছে নেওয়া হল ব্রায়াল চার্লস লারাকে। শুক্রবার সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে লারা ক্লাব হাউসের লোয়ার টিয়ারে গিয়ে বাজালেন ইডেন বেল। সঙ্গে ছিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর, সিএবি সভাপতি স্নেহাশিস, সচিব নরেশ ওঝা ও অন্যান্য সিএবি কর্তারা।


কেকেআর বনাম এসআরএইচ ম্যাচের আগের দিনই এবিপি লাইভ জানিয়েছিল যে, ম্যাচের আগে আরও একটা চমক দেওয়ার চেষ্টা করছে সিএবি। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ব্রায়ান লারা। তাঁকে নিয়ে ইডেন বেল বাজানোর চেষ্টা চলছিল। ইডেনে যে কোনও ম্যাচের আগে বেল বাজিয়ে খেলার সূচনা করা হয়। প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার বেল বাজান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ইডেন বেল বাজিয়েছিলেন সুনীল নারাইন। তবে আইপিএলে কে ইডেন বেল বাজাবেন, ঠিক করে কেকেআর। তারাই যেহেতু হোম টিম। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর জন্য। তিনি কেকেআর কর্তৃপক্ষকে লারাকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়েছিলেন।