লুধিয়ানা: অ্যাওয়ে ম্যাচে মিনার্ভা পঞ্জাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আই লিগের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। হ্যাটট্রিক করলেন ওয়েডসন। একটি করে গোল উইলিস প্লাজা ও রবিন সিংহের। পাঁচ ম্যাচ খেলে ট্রেভর জেমস মর্গ্যানের দলের পয়েন্ট ১৩। সমসংখ্যক ম্যাচ খেলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানও দাঁড়িয়ে ১৩ পয়েন্টে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় এক নম্বরে ইস্টবেঙ্গল।


এদিন প্রতিপক্ষের চেয়েও ইস্টবেঙ্গলের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল খারাপ মাঠ ও ঠান্ডা আবহাওয়া। তবে বিকেল সাড়ে চারটে থেকে খেলা শুরু হওয়ায় কিছুটা সুবিধা হয় লাল-হলুদ ব্রিগেডের। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁপান ওয়েডসন, রবিনরা। আট মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ওয়েডসন। পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি মিনার্ভা। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান প্লাজা। প্রথমার্ধের শেষে ফল ছিল ২-০।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল না পেলেও, দু মিনিটের মধ্যে তিনটি গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েডসন। কয়েক মুহূর্ত পরেই ব্যবধান বাড়ান রবিন। পরের মিনিটে লাল-হলুদ জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেন ওয়েডসন। এরপরেও একাধিক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ব্যবধান আর বাড়েনি।