মুম্বই: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কন্ডিশনিং ট্রেনার রাজেশ সাওয়ন্তের রহস্যমৃত্যু৷ আজ সকালে মুম্বইয়ে হোটেলের ঘরে পাওয়া যায় তাঁর দেহ৷ রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এখন অনূর্ধ্ব-১৯ দল ব্যস্ত মুম্বইয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলার জন্য৷ আগামীকালই ম্যাচ৷ তার আগে আজ সকালে রাজেশ অনুশীলনে হাজির না থাকায় দলের বাকিরা তাঁর ঘরে যান। দরজায় টোকা দিয়ে কোনও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁরা রাজেশকে অচেতন অবস্থায় দেখতে পান। পুলিশে খবর দেওয়া হয়। মেরিন ড্রাইভ থানার পুলিশ এসে রাজেশকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার মনোজ কুমার শর্মা বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই রাজেশের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।

রাজেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিসিসিআই।