লা পাজ: পিছিয়ে পড়েও লউতারো মার্টিনেজ ও জোয়াকুইন কোরিয়ার গোল। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে জিতল। আর গত দেড় দশকে এই প্রথম বলিভিয়ার মাটিতে বলিভিয়াকে হারাতে সক্ষম হল আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বের এই ম্যাচে নিওনেল স্ক্যালোনির দল তিন পয়েন্টই পেল। একইসঙ্গে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচ জিতে অভিযান শুরু করল আর্জেন্টিনা।
মঙ্গলবারের এই ম্যাচে শুরুতে এক গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। লিয়ানদ্রো পারেডেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে ম্যাচে সমতা ফেরানোর ওই চেষ্টা ব্যর্থ হয় আর্জেন্টিনার। কিন্তু হাল ছাড়েনি নীল-সাদা জার্সি। প্রথমার্ধের খেলা শেষের এক মিনিট আগে মার্টিনেশ পেনাল্টি এরিয়ায় মার্কারকে এড়িয়ে জালে বল জড়িয়ে দেন। বলিভিয়া ডিফেন্ডার হোসে কারাসকো বল পেনাল্টি এরিয়ার বাইরে বের করতে চেয়েছিলেন। কিন্তু তা মার্তিনেজের পায়ে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি-র একটি ফ্রি-কিক ওয়ালে ধাক্কা খায়। মার্টিনেজ আরও একটি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর শট আটকে দেন বলিভিয়ার গোলরক্ষক। এরপর মেসির একটা ঠিকানা লেখা পাস থেকে মার্টিনেজ বল বাড়াব পরিবর্ত খেলোয়াড় জ্যাকুইন কোরিয়াকে। তিনি গোল করতে কোনও ভুল করেননি। আর্জেন্টিনা ২-০ এগিয়ে যান।
২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ায় জিতে মাঠ ছাড়ল আর্জেন্টিনা।
আসলে সমুদ্রপূষ্ঠ থেকে ৩,৬০০ মিটার উঁচুতে খেলা যাঁরা অভ্যস্ত নন, তাঁদের পক্ষে খুবই কঠিন। আর এক্ষেত্রে আর্জেন্টিনাকে এত বেশি উচ্চতায় খেলতে সমস্যায় পড়তে হয়। দেড় দশক পর অবশেষে বলিভিয়ায় জয় পেল আর্জেন্টিনা।